Rape

ধর্ষণ-চেষ্টা! ‘গণপিটুনি’, মৃত্যু জখম শ্রমিকের

‘হোম কোয়রান্টিনে’ না থেকে ভিন্ রাজ্য ফেরত ওই ব্যক্তি কী ভাবে বাড়ির বাইরে বার হন?

Advertisement

নিজস্ব সংবাদদাতা

শেষ আপডেট: ২০ এপ্রিল ২০২০ ০৫:২২
Share:

গ্রাফিক: তিয়াসা দাস।

বছর দশেকের এক বালিকাকে ধর্ষণের চেষ্টার অভিযোগ। তার জেরে গণপিটুনিতে গুরুতর জখম এক ব্যক্তি সারা রাত রাস্তায় পড়ে থেকে মারা গিয়েছেন বলে পাল্টা অভিযোগ। শনিবার রাতে বালুরঘাট থানার চকভৃগু অঞ্চলের ধাউল এলাকার ঘটনা। তবে ওই বালিকা বা তার পরিবারের হদিস মেলেনি। অভিযোগ, লাঠির আঘাতে গুরুতর জখম সঞ্জয় চক্রবর্তী (৫৬) নামে পরিযায়ী ওই শ্রমিককে সারা রাত রাস্তায় পড়ে থাকতে দেখেও এলাকার কেউ সাহায্যে এগোননি। খবর দেওয়া হয়নি পুলিশেও। রবিবার সকালে বালুরঘাট থানার পুলিশ তাঁর দেহ উদ্ধার করে ময়নাতদন্তে পাঠায়।

Advertisement

এ দিন সন্ধেবেলা পুলিশ সুপার দেবর্ষি দত্ত বলেন, ‘‘নাবালিকা ধর্ষণের চেষ্টায় অভিযুক্ত গণপিটুনিতে মারা গিয়েছে বলে খবর এসেছে। কিন্তু লিখিত অভিযোগ এখনও করেনি কোনও পক্ষই। আমরা প্রাথমিক ভাবে অস্বাভাবিক মৃত্যুর মামলা রুজু করে তদন্ত শুরু করেছি। বিস্তারিত খোঁজখবর নিচ্ছি।’’

স্থানীয় সূত্রে জানা গিয়েছে, রবিবার সকালে গ্রামের রাস্তায় পড়ে থাকা স্বামীর দেহের পাশে বসে থাকতে দেখা যায় সঞ্জয়ের স্ত্রীকে। এলাকার এক বাসিন্দা জানান, লকডাউনের আগে নয়াদিল্লি থেকে ফেরেন সঞ্জয়। তাকে ‘হোম কোয়রান্টিনে’ থাকতে বলা হয়েছিল। অভিযোগ, তা না মেনে প্রতি দিনই বাড়ি থেকে বেরিয়ে সঞ্জয় লাগোয়া বাগানপাড়া এলাকায় নেশা করতে যেতেন। শনিবার বিকেলেও সেখানে যান ওই ব্যক্তি। এক প্রত্যক্ষদর্শীর বক্তব্য, রাত ৯টা নাগাদ বাগানপাড়ার ১৪-১৫ জন যুবককে লাঠিসোঁটা নিয়ে ঘুরতে দেখে তাদের জিজ্ঞাসা করে তিনি জানতে পারেন, সঞ্জয় বাগানপাড়ার ১০ বছরের এক বালিকাকে ধর্ষণের চেষ্টা করেছেন বলে অভিযোগ। তাই ওই যুবকেরা তাঁকে খুঁজতে বেরিয়েছেন।

Advertisement

আরও পড়ুন: আজ থেকে কিছু ছাড়, তবে হটস্পটে কড়া নিয়মে সিল বহু পাড়া

অভিযোগ, এর পরে সঞ্জয় নিজের পাড়ায় ফিরলেও কয়েক জন পড়শি তাঁকে তাড়িয়ে দেন। সঞ্জয়কে রাস্তায় পেয়ে ওই যুবকেরা তাঁকে বেধড়ক মারধর করেন বলে অভিযোগ। গুরুতর জখম ব্যক্তিকে রাস্তায় ফেলে হামলাকারীরা চলে যায়। অভিযোগ, এলাকার কয়েক জন তা দেখেও চুপ করে ছিলেন। থানায় ফোন করেও তাঁকে বাঁচানোর চেষ্টা করেননি।

‘হোম কোয়রান্টিনে’ না থেকে ভিন্ রাজ্য ফেরত ওই ব্যক্তি কী ভাবে বাড়ির বাইরে বার হন? এলাকার আশাকর্মী ও সিভিক কর্মীদের নজরে তা পড়েনি কেন, প্রশ্ন উঠেছে।


(অভূতপূর্ব পরিস্থিতি। স্বভাবতই আপনি নানান ঘটনার সাক্ষী। শেয়ার করুন আমাদের। ঘটনার বিবরণ, ছবি, ভিডিয়ো আমাদের ইমেলে পাঠিয়ে দিন, feedback@abpdigital.in ঠিকানায়। কোন এলাকা, কোন দিন, কোন সময়ের ঘটনা তা জানাতে ভুলবেন না। আপনার নাম এবং ফোন নম্বর অবশ্যই দেবেন। আপনার পাঠানো খবরটি বিবেচিত হলে তা প্রকাশ করা হবে আমাদের ওয়েবসাইটে।)

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement