মুখ্যসচিব রাজীব সিংহ
আমপান-এ প্রকৃত ক্ষতিগ্রস্তদের তালিকা ৭ দিনের মধ্যে বিডিও দফতরে টাঙিয়ে দিতে হবে বলে ঘোষণা করেছিলেন মুখ্যমন্ত্রী। কিন্তু কয়েকটি ব্যতিক্রম ছাড়া এখনও তালিকা টাঙানো হয়নি বলে অভিযোগ করে মুখ্যসচিব রাজীব সিংহকে চিঠি দিলেন বাম পরিষদীয় নেতা সুজন চক্রবর্তী। তাঁর বক্তব্য, প্রকাশ্যে মুখ্যমন্ত্রীর ঘোষণার পরেও ৭ দিনে কাঙ্খিত কাজ হয়নি। দ্রুত তালিকা তৈরি করে আপত্তি ও দাবি-দাওয়া জানানোর জন্য সাধারণ মানুষকে পরবর্তী ৭ দিন সময় দেওয়ার দাবি করেছেন তিনি। সমস্যার কথা জানাতে বিধায়কদের প্রতিনিধিদল নিয়ে দেখা করার জন্য মুখ্যসচিবের কাছে সময়ও চেয়েছেন বাম পরিষদীয় নেতা।