Nabanna

সরাসরি: বেশ কয়েকটি স্টেশনে অবরোধ, বামেদের হরতালের আংশিক প্রভাব রাজ্যে

এখনও পর্যন্ত হরতালের তেমন কোনও প্রভাব পড়েনি কলকাতায়। মোটামুটি স্বাভাবিক বাস ও মেট্রো চলাচল।

Advertisement

নিজস্ব সংবাদদাতা

কলকাতা শেষ আপডেট: ১২ ফেব্রুয়ারি ২০২১ ০৬:১৩
Share:

পান্ডুয়াতে রেল অবরোধ। নিজস্ব চিত্র।

বাম-কংগ্রেসের ছাত্র এবং যুব সংগঠনগুলির সম্মিলিত নবান্ন অভিযানে পুলিশের ভূমিকার প্রতিবাদে শুক্রবার রাজ্য জুড়ে ১২ ঘণ্টার হরতাল ডেকেছে বামেরা। সেই কর্মসূচিকে সমর্থন জানিয়েছে কংগ্রেস এবং আব্বাস সিদ্দিকির ইন্ডিয়ান সেকুলার ফ্রন্ট। সকাল থেকে কলকাতায় বেসরকারি বাস, অটো, ট্যাক্সি চলছে। মানুষও বেরিয়েছেন কাজে। হাওড়া এবং শিয়ালদহ স্টেশনেও সকালে ভিড় অন্যান্য দিনের মতোই দেখা গিয়েছে। কিন্তু বেলা বাড়তেই জেলার বিভিন্ন প্রান্ত থেকে রেল অবরোধের খবর এসেছে। আবার তা উঠে গিয়ে ট্রেন চলাচল স্বাভাবিক হয়েছে। জেলায় জেলায় রাজ্য ও জাতীয় সড়কও অবরোধ করেছেন হরতাল সমর্থনকারীরা। সব মিলিয়ে আংশিক প্রভাব বামেদের এই হরতালে।

Advertisement

অন্যান্য বারের মতো শুক্রবারও রাজ্য সরকার জনজীবন স্বাভাবিক রাখতে সচেষ্ট। লালবাজার সূত্রে খবর, শুধু মাত্র মহানগরীতেই মোতায়েন ৩ হাজার পুলিশ কর্মী মোতায়েন। জোর করে অবরোধ, দোকানপাট বন্ধ এবং গাড়ি আটকানোর চেষ্টা করা হলে আইনি ব্যবস্থা নেওয়া হবে বলে ইতিমধ্যেই জানিয়ে দিয়েছেন কলকাতা পুলিশের যুগ্ম কমিশনার (সদর) শুভঙ্কর সিন্‌হা রায়। হরতালের পাশাপাশি এ দিন ছাত্র ধর্মঘটেরও ডাক দিয়েছে বাম ছাত্রসংগঠনগুলি। ঘটনাচক্রে শুক্রবারই নবম থেকে দ্বাদশ শ্রেণির পড়ুয়াদের জন্য স্কুল খুলতে চলেছে রাজ্যে। কিন্তু স্কুলে গেলে ছাত্রছাত্রীদের বাধা দেওয়া হবে বলে জানিয়েছেন এসএফআইয়ের রাজ্য সাধারণ সম্পাদক সৃজন ভট্টাচার্য। বৃহস্পতিবারের ঘটনার প্রতিবাদে অবস্থান বিক্ষোভ কর্মসূচি রয়েছে এসএফআই-এর। ছাত্র ধর্মঘটকে সমর্থন জানিয়েছে ছাত্র পরিষদও। নৈতিক সমর্থন জানানোর কথা ঘোষণা করেছে অল ইন্ডিয়া স্টুডেন্ট অ্যাসোসিয়েশন-ও। তবে এ নিয়ে সতর্ক প্রশাসনও। ছাত্রছাত্রীরা যাতে কোথাও বিক্ষোভের মুখে না পড়েন সে ব্যাপারে নজর দিতে বলা হয়েছে পুলিশকে।

রাজ্যে নতুন শিল্প, বেকারদের চাকরি-সহ বেশ কয়েকটি দাবিকে সামনে রেখে বৃহস্পতিবার নবান্ন অভিযানের ডাক দেয় বাম-কংগ্রেসের ১০টি ছাত্র ও যুব সংগঠন। এসএন ব্যানার্জি রোডে আন্দোলনকারীদের সঙ্গে ধস্তাধস্তি বাধে পুলিশের। আন্দোলনকারীরা পুলিশের ব্যারিকেড ভাঙার চেষ্টা করলে লাঠিচার্জ করে পুলিশ। জলকামান এবং কাঁদানে গ্যাসও ব্যবহার করা হয়। বেধে যায় খণ্ডযুদ্ধ। লাঠির ঘায়ে কয়েক জন বিক্ষোভকারী আহত হন বলেও অভিযোগ। তার প্রতিবাদেই শুক্রবার ফের এক বার পথে নামছে বামেরা।

Advertisement

মহিষাদলে বামেদের পথ অবরোধ। নিজস্ব চিত্র।

দুপুর ২: ০৫: এন্টালি থেকে বের হওয়া বামেদের মিছিলে অশান্তি। কয়েকটি বাস ভাংচুরের অভিযোগ উঠেছে বামদের বিরুদ্ধে। ওই মিছিলে ছিলেন কংগ্রেস সমর্থকরাও। তাঁদের বিরুদ্ধে জোর করে দোকান বন্ধের চেষ্টার অভিযোগ

সকাল ১১.১০: মেদিনীপুর শহরের রাস্তায় ক্রিকেট খেলে হরতাল পালন বাম সমর্থকদের।

সকাল ১১.০৫: পূর্ব মেদিনীপুরের হলদিয়া-মেচেদা রাজ্য সড়কের মহিষাদলে বামেদের পথ অবরোধ।

সোনারপুরে বামেদের বিক্ষোভ। নিজস্ব চিত্র।

সকাল ১০.৫৫: হরতালের সমর্থনে আসানসোলে মিছিল কংগ্রেসের। হরতালের বিরোধীতা করে পাল্টা মিছিল তৃণমূলের।

সকাল ১০.৪৫: পূর্ব বর্ধমানের গলসিতে পথ অবরোধ বামেদের। অবরোধ করা হয় ২ নম্বর জাতীয় সড়ক।

সকাল ১০.২৫: চুঁচু্ড়া দেশবন্ধু স্কুলের সামনে এসএফআই-এর অবরোধ। স্কুলে ঢুকতে দেওয়া হল না ছাত্রদের। ১১ মাস পর আজ স্কুল খুললেও ঢুকতে না পেরে ফিরে গেল ছাত্ররা।

চুঁচুড়াতে ছাত্রদের স্কুলে ঢুকতে বাধা এসএফআই-এর। নিজস্ব চিত্র।

সকাল ১০.২০: ডায়মন্ড হারবার শাখাতে ওভারহেড তার থেকে কলাপাতা সরিয়ে শুরু হল ট্রেন চলাচল।

সকাল ১০.১৫: প্রায় দেড় ঘণ্টা পর পান্ডুয়াতে রেল অবরোধ উঠল।

সকাল ১০.১০: ডানকুনিতে দুর্গাপুর এক্সপ্রেসওয়ে অবরোধ হরতাল সমর্থকদের। রাস্তায় টায়ার জ্বালিয়ে অবরোধ। যান চলাচল বন্ধ।

সকাল ১০.০৭: চুঁচুড়া বাস স্ট্যান্ডে পিকেটিং বাম কংগ্রেসের।রাস্তায় নামেনি কোনো বাস।

আসানসোল বাসস্ট্যান্ডে অপেক্ষা যাত্রীদের। নিজস্ব চিত্র।

সকাল ১০.০৫: হুগলি জেলার হিন্দিমোটরের ধারসায় জিটি রোড অবরোধ করে ফুটবল খেলছেন হরতাল সমর্থকরা। অবরোধ তুলতে এলে পুলিশকে চকোলেট ধরিয়ে দেন তাঁরা।

সকাল ৯.৫৫: হাওড়া দক্ষিণ-পূর্ব শাখার ডোমজুড়ে উঠল রেল অবরোধ।

সকাল ৯.৪০: হাওড়া ব্যাঁটরা থানার অন্তর্গত শানপুর মোড়ে রাস্তায় ফুটবল খেলে অবরোধ। পুলিশ এসে অবরোধ ওঠাতে গেলে ধাক্কাধাক্কি। এক ক্যাব চালকের ওপর চড়াও হন হরতাল সমর্থনকারীরা।

সকাল ৯.৩০: বর্ধমান শহরের কার্জন গেটে বামকর্মীদের রাস্তা অবরোধ। অবরোধের জেরে আটকে পড়েছে সরকারি ও বেসরকারি বাস।বর্ধমানে বামেদের মিছিল পার্কাস রোড হয়ে জিটি রোড দিয়ে যাচ্ছে।

সকাল ৯.২০: বর্ধমান-আরামবাগ রোডের মিরেপোতা বাজারে বামকর্মীরা রাস্তায় বেঞ্চ ফেলে অবরোধ করেন। পুলিশের সঙ্গে তৃণমূল কর্মীরা বামকর্মীদের হটিয়ে দেয় বলে অভিযোগ।

কোচবিহারে কংগ্রেস কর্মীদের অবরোধ সরাচ্ছে পুলিশ। নিজস্ব চিত্র।

সকাল ৯.১৫: উঠে গেল যাদবপুর স্টেশনের রেল অবরোধ।

সকাল ৯.১০: দুর্গাপুর, আসানসোলে রাস্তায় নাম বাস, টোটো বন্ধ করে দেয় হরতাল সমর্থনকারীরা। যার জেরে আসানসোল, দুর্গাপুর স্টেশনে নামা যাত্রীরা সমস্যায়।

সকাল ৮.৫৫: কান্দি বাসস্ট্যান্ডে টায়ার জ্বালিয়ে বাম-কংগ্রেসের বিক্ষোভ প্রদর্শন। সাঁইথিয়া-বহরমপুর রাজ্য সড়ক অবরোধ করে প্রতিবাদ।

সকাল ৮.৫০: কোচবিহার বাসস্ট্যান্ডের সামনে বাস আটকে দেন কংগ্রেস কর্মীরা। শুয়ে পড়েন বাসের সামনে। পুলিশ ৫ জন কংগ্রেস কর্মীকে আটক করেছে।

হাওড়া দক্ষিণ-পূর্ব শাখায় রেল অবরোধ। নিজস্ব চিত্র।

সকাল ৮.৪৫: যাদবপুর স্টেশনে রেল অবরোধ বাম সমর্থকদের।

সকাল ৮.৪০: অশোকনগরে উঠে গেল রেল অবরোধ।

সকাল ৮.৩৫: হাওড়া-বর্ধমান মেন লাইনের পান্ডুয়া স্টেশনে রেল অবরোধ। সকাল ৮.২৮ থেকে বন্ধ ট্রেন চলাচল।

সকাল ৮.৩০: অশোকনগরে লেভেল ক্রসিংয়ের ২৬ নম্বর গেট অবরোধ। বনগাঁ লাইনে ট্রেন চলাচল ৮.১৫ থেকে ব্যাহত।

সকাল ৮.২০: দক্ষিণ-পূর্ব রেল শাখায় ডোমজুড় স্টেশনে রেল অবরোধ। আটকে গলে ডাউন আমতা-হাওড়া লোকাল।

সকাল ৮.০১: ডায়মন্ড হারবার সেকশনে ওভারহেড তারে কলাপাতা ফেলেছেন হরতাল সমর্থনকারীরা। ৭.৫০ থেকে ওই লাইনে স্তব্ধ ট্রেন চলাচল।

সকাল ৭.৪৫: ডুয়ার্সের বিভিন্ন জায়গায় রাস্তা অবরোধ করে বিক্ষোভ। ধূপগুড়িতেও রাজ্য সড়ক অবরোধ হরতাল সমর্থকদের।

    হরতালের সমর্থনে যাদবপুরে বামেদের মিছিল। নিজস্ব চিত্র।

    সকাল ৭.৩০: বামেদের ডাকা হরতালের কেন্দ্রীয় মিছিল বেলা ১১টায় এন্টালি মার্কেটের কাছ থেকে হবে। সেখানে থাকবেন বামফ্রন্ট চেয়ারম্যান বিমান বসু, সিপিএমের রাজ্য সম্পাদক সূর্যকান্ত মিশ্র, সিপিআইএম পলিটব্যুরো সদস্য মহম্মদ সেলিম, আরএসপি-র সাধারণ সম্পাদক মনোজ ভট্টাচার্য, সিপিআই-এর রাজ্য সম্পাদক স্বপন ব্যানার্জি-সহ বাম ও বাম সহযোগী দলের নেতৃত্বরা।

    সকাল ৭.২০: জানবাজারে মোতায়েন রয়েছে পুলিশ।

    সকাল ৭.১৫: হরতালের সমর্থনে যাদবপুরে বামেদের মিছিল।

    সকাল ৬.৫৫: সকাল এখনও প্রায় স্বাভাবিক জনজীবন। চলছে অটো, ট্যাক্সি-সহ বেসররকারি পরিবহণ।

    জনজীবন স্বাভাবিক রাখতে পথে পুলিশ। নিজস্ব চিত্র।

    আনন্দবাজার অনলাইন এখন

    হোয়াট্‌সঅ্যাপেও

    ফলো করুন
    অন্য মাধ্যমগুলি:
    আরও পড়ুন
    Advertisement