Coldplay Concert Mumbai

মুম্বইয়ে ‘কোল্ডপ্লে’, ভারতীয়দের মন জয় করতে ক্রিস মার্টিনের মুখে 'জয় শ্রী রাম' স্তুতি!

প্রথম দিনেই মুম্বই তথা ভারতবাসীর মন জয় করতে কোনও খামতি রাখলেন না 'কোল্ডপ্লে' ব্যান্ডের গায়ক। কী এমন করলেন ক্রিস মার্টিন?

Advertisement

আনন্দবাজার অনলাইন ডেস্ক

শেষ আপডেট: ১৯ জানুয়ারি ২০২৫ ১৪:১৭
Share:

ভারতীয়দের মন জয় করলেন ক্রিস মার্টিন। গ্রাফিক-আনন্দবাজার অনলাইন।

অবশেষে মুম্বইয়ে ‘কোল্ডপ্লে’। গত বছর যখন প্রথম ঘোষণা করা হয় ২০২৫ সালে ভারতে আসছে ব্রিটিশ রক ব্যান্ড ‘কোল্ডপ্লে’, সেই সময় থেকেই টিকিটের চাহিদা ছিল তুঙ্গে। ১৭ জানুয়ারি বান্ধবী ডাকোটা জনসনকে সঙ্গে নিয়ে মুম্বই পৌঁছন ব্যান্ডের প্রতিষ্ঠাতা সদস্য এবং মূল কণ্ঠশিল্পী ক্রিস মার্টিন। মেরিন ড্রাইভে সময় কাটানো থেকে সিদ্ধিবিনায়ক মন্দির, সবই দর্শন করেছেন। ১৮ তারিখ ছিল মুম্বইয়ে ডিওয়াই পাতিল স্টেডিয়ামে ‘কোল্ডপ্লে’র প্রথম অনুষ্ঠান। আর প্রথম দিনেই মুম্বই তথা ভারতবাসীর মন জয় করতে কোনও খামতি রাখলেন না ক্রিস। মঞ্চে উঠে 'জয় শ্রী রাম' ধ্বনি তাঁর কণ্ঠে।

Advertisement

আপাতত বেশ কয়েক দিন ভারতেই থাকছে গোটা ব্যান্ড। মুম্বইয়ের আর দু'দিন অনুষ্ঠানের পর আমদাবাদে আগামী ২৫ ও ২৬ জানুয়ারি নরেন্দ্র মোদী স্টেডিয়ামে অনুষ্ঠান রয়েছে এই ব্যান্ডের। তবে ভারত সফরের প্রথম দিনেই সকলের মন জয় করে নিলেন ক্রিস। ভাঙা ভাঙা হিন্দিতে দর্শকের সঙ্গে কথোপকথন। ক্রিস বলেন, ‘‘শুভ সন্ধ্যা সবাইকে। আপ সবকা বহোত স্বাগত হ্যায়। মুম্বই মে আকর হমে বহত খুশি হো রহি হ্যায় (সবাইকে স্বাগত।" মুম্বইয়ে আসতে পেরে আমরা খুব খুশি।) তাঁকে বলতে শোনা যায়, "ভারতে এটাই আমাদের প্রথম রিয়্যাল শো। তাই আপনাদের ধন্যবাদ, নমস্কার।’’ তাঁর হিন্দি শুনে উচ্ছ্বসিত শ্রোতারা। শুধু তা-ই নয়, ‘জয় শ্রী রাম’ বলে সকলকে অভিবাদন জানান ক্রিস। গায়কের কণ্ঠে ‘জয় শ্রী রাম’ ধ্বনি শুনে নেটমহলে কানাকানি শুরু হয়েছে এই নিয়ে। ভারত সফর শেষ করে এপ্রিলে হংকংয়ে যাবেন তাঁরা। ওই একই মাসে দক্ষিণ কোরিয়াতেও অনুষ্ঠান করবে এই ব্যান্ড।

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement