Omicron

Omicron suspect: সুইডেন ও দুবাই থেকে কলকাতা আসা ২ যাত্রী কোভিড আক্রান্ত, ওমিক্রন কি না জানতে জিন পরীক্ষা

রাজ্য স্বাস্থ্য অধিকর্তা অজয় চক্রবর্তী জানিয়েছেন, এদের মধ্যে একজনকে হাসপাতালে ভর্তি করানো হয়েছে। অন্য জন নিভৃতবাসে রয়েছেন।

Advertisement

নিজস্ব সংবাদদাতা

কলকাতা শেষ আপডেট: ১৯ ডিসেম্বর ২০২১ ২২:৫৬
Share:

ফাইল ছবি

Advertisement

সুইডেন এবং দুবাই থেকে কলকাতা আসা দুই যাত্রীর কোভিড পজিটিভ ধরা পড়ল। এদের একজনের বয়স ১১ বছর এবং অন্য জনের ১৯। রাজ্য স্বাস্থ্য অধিকর্তা অজয় চক্রবর্তী জানিয়েছেন, এদের মধ্যে একজনকে হাসপাতালে ভর্তি করানো হয়েছে। অন্য জন নিভৃতবাসে রয়েছেন। ১১ বছর বয়সি বালক সুইডেন থেকে এসেছে। ওমিক্রন কি না জানতে দু’জনেরই নমুনা জিন পরীক্ষার জন্য পাঠানো হয়েছে। স্বাস্থ্য দফতর সূত্র জানা গিয়েছে, এরা দু’জনেই কলকাতার বাসিন্দা।

এর আগে গত ১২ ডিসেম্বর নাইজেরিয়া থেকে আসা ষাটোর্ধ্ব এক ব্যক্তির শরীরে কোভিড পজিটিভ ধরা পড়ে। তিনি কলকাতার একটি বেসরকারি হাসপাতালে ভর্তি। ওমিক্রন কি না জানতে তাঁর শরীর থেকে নমুনা সংগ্রহ করে স্কুল অফ ট্রপিকল মেডিসিন। ওই ব্যক্তির সঙ্গে তাঁর স্ত্রীরও কোভিড পরীক্ষা করানো হয়েছে। তবে স্ত্রী রির্পোট নেগেটিভ আসে।

রবিবার দুই কোভিড আক্রান্তের জিন পরীক্ষা করা হয়েছে। নতুন দুই আক্রান্ত সহ বর্তমানে রাজ্যে তিনজন ওমিক্রন সন্দেহে রোগী রয়েছেন।

Advertisement

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement