Kolkata Police

কলকাতা পুলিশের নবনিযুক্ত কর্মীদের প্রশিক্ষণের স্থান বদল  

কলকাতা পুলিশে সদ্য নিযুক্ত হওয়া পুলিশকর্মীদের প্রশিক্ষণ হচ্ছে হাওড়ার ডোমজুড়ের আড়ুপাড়ায়, কলকাতা পুলিশ ট্রেনিং অ্যাকাডেমিতে (কেপিটিএ)। চলতি মাসের গোড়া থেকে সেই প্রশিক্ষণ শুরু হয়েছে।

Advertisement

শিবাজী দে সরকার

কলকাতা শেষ আপডেট: ২৮ নভেম্বর ২০২৩ ০৭:৩৭
Share:

—প্রতিনিধিত্বমূলক ছবি।

ব্যারাকপুর লাটবাগানে নয়। কলকাতা পুলিশে সদ্য নিযুক্ত হওয়া পুলিশকর্মীদের প্রশিক্ষণ হচ্ছে হাওড়ার ডোমজুড়ের আড়ুপাড়ায়, কলকাতা পুলিশ ট্রেনিং অ্যাকাডেমিতে (কেপিটিএ)। চলতি মাসের গোড়া থেকে সেই প্রশিক্ষণ শুরু হয়েছে। চলবে প্রায় এক বছর। এক অফিসার জানান, প্রশিক্ষণ শেষে কর্মীদের পাসিং আউট প্যারেডও হবে এই অ্যাকাডেমিতেই। উল্লেখ্য, ২০১০ ব্যাচের পুলিশ অফিসারদের একাংশের প্রশিক্ষণ হয়েছিল কলকাতা পুলিশ ট্রেনিং স্কুলে (পিটিএস)। এ বারই প্রথম কলকাতা পুলিশে নিযুক্ত হওয়া কর্মীদের পুরো দলের প্রশিক্ষণ হচ্ছে লালবাজারের অধীনস্থ কেপিটিএ-তে। তবে, কনস্টেবলদের প্রশিক্ষণ আগের মতোই হবে পিটিএসে।

Advertisement

লালবাজার জানিয়েছে, কলকাতা পুলিশে প্রায় ৩০০ জন কর্মী নিয়োগের প্রক্রিয়া শেষ হয়েছে গত মাসে। তাঁদের মধ্যে ১০০ জন সার্জেন্ট, ১৪৫ জন সাব-ইনস্পেক্টর, ২০ জন মহিলা সাব-ইনস্পেক্টর ইতিমধ্যেই প্রশিক্ষণে অংশ নিয়েছেন। বাকিদেরও দ্রুত প্রশিক্ষণ হবে বলে সূত্রের খবর।

পুলিশ সূত্রের খবর, আইনশৃঙ্খলা নিয়ন্ত্রণে রাখার ডিউটি কী ভাবে করতে হবে, কী ভাবে উত্তেজিত জনতাকে সামলাতে হবে, এমন নানা বিষয়ের পাশাপাশি ফরেন্সিক বিজ্ঞান, বিভিন্ন অপরাধের তদন্তের বিষয়েও প্রশিক্ষণ দেওয়া হচ্ছে সদ্য পুলিশের চাকরিতে ঢোকা যুবক-যুবতীদের। এ ছাড়া, প্রতিদিন ভোর থেকে চলছে তাঁদের ক্লাস। হাতেকলমে শিক্ষার বাইরে ঘোড়ায় চড়া, সাঁতার— সব কিছুরই প্রশিক্ষণ দেওয়া হচ্ছে। পুলিশের একটি অংশ জানাচ্ছে, লাটবাগানের মতো কলকাতা পুলিশ ট্রেনিং অ্যাকাডেমিতে সব কিছু এক ছাতার নীচে নেই। সেই কারণে সাঁতারের প্রশিক্ষণের জন্য ওই কর্মীদের নিয়ে যাওয়া হচ্ছে কলকাতা পুলিশ ট্রেনিং স্কুলে। আবার, ঘোড়ায় চড়া শেখানো হচ্ছে ঘোড়সওয়ার পুলিশের অধীনে। এর কারণ, কলকাতা পুলিশে কাজ করতে হলে এই সব কিছুই শিখে রাখা জরুরি।

Advertisement

লালবাজার জানিয়েছে, কলকাতার নগরপালের উদ্যোগে কেপিটিএ-তে এই প্রশিক্ষণ শুরু হয়েছে। সেখানে পড়ানোর জন্য অতিথি শিক্ষক আনা হচ্ছে বাইরে থেকে। পাশাপাশি, বিশ্ববিদ্যালয়ের অতিথি শিক্ষক নিয়োগেরও পরিকল্পনা রয়েছে।

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement