কলকাতায় বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টির পূর্বাভাস। ফাইল চিত্র।
তীব্র গরমের পর খানিক স্বস্তিতে কলকাতাবাসী। শনিবার সন্ধ্যায় শহরের ইতিউতি বৃষ্টির পর সারা রাত বৃষ্টির পূর্বাভাস দিল হাওয়া অফিস। কলকাতা ছাড়াও দক্ষিণবঙ্গের আরও পাঁচ জেলায় বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টি পতে পারে বলে জানাল আলিপুর আবহাওয়া দফতর। হাওড়া, হুগলি, নদিয়া, উত্তর ও দক্ষিণ ২৪ পরগনা জেলায় আগামী ২৪ ঘণ্টা ধরে বৃষ্টির সম্ভাবনা রয়েছে। রবিবার সকালে ৩০ থেকে ৪০ কিলোমিটার বেগে ঝোড়ো হাওয়ার সঙ্গে বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টির পূর্বাভাস পূর্ব মেদিনীপুর ও দক্ষিণ ২৪ পরগনা জেলায়। দক্ষিণবঙ্গের উপকূলবর্তী এলাকার বাসিন্দাদের নিরাপদ স্থানে থাকার কথা বলা হয়েছে।
বৃষ্টির সঙ্গে সঙ্গে বাজ পড়ার ঘটনায় একাধিক মৃত্যুর ঘটনা ঘটেছে রাজ্যে। এই পরিস্থিতিতে আগামী ২৪ ঘণ্টায় মানুষকে নিরাপদ স্থানে থাকার জন্য আবেদন করা হয়েছে।
শনিবার পূর্ব মেদিনীপুরে বজ্রপাতে মৃত্যু হয়েছে দু’জনের। পূর্ব বর্ধমানেও বাড়ির ছাদে নারকেল গাছ পড়ে আহত হয়েছে এক শিশু-সহ তিন জন। পুরুলিয়াতেও প্রবল ঝড়বৃষ্টি হয়েছে। বরাবাজার, বান্দোয়ান এলাকা বিকেলেই আকাশ কালো করে স্বস্তির বর্ষণ হয়েছে। কিছু কিছু জায়গায় ঝড়ের গতি ভালই ছিল। এ ছাড়াও বেশ কিছু জায়গায় গাছ ভেঙে পড়ে বন্ধ হয়ে গিয়েছে যান চলাচল। তাই বাজ পড়ার সময় রাস্তাঘাটে না বেরোনোর পরামর্শ দেওয়া হয়েছে।