মনমোহন সিংহের মৃত্যুতে শোক প্রকাশ করলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। —ফাইল চিত্র।
প্রাক্তন প্রধানমন্ত্রী মনমোহন সিংহের মৃত্যুতে শোক প্রকাশ করলেন বর্তমান প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। মনমোহনের পরিবারের উদ্দেশে সমবেদনা জানিয়েছেন তিনি। সেই সঙ্গে নিজে ডুব দিয়েছেন স্মৃতির সাগরে। তিনি যে সময়ে গুজরাতের মুখ্যমন্ত্রী ছিলেন, সে সময়ে প্রধানমন্ত্রীর পদে ছিলেন মনমোহন। সেই সময়ের স্মৃতি রোমন্থন করেছেন মোদী। জানিয়েছেন, প্রাক্তন প্রধানমন্ত্রীর সঙ্গে প্রায়ই তাঁর কথা হত। নানা বিষয়ে তাঁরা নিজেদের মধ্যে আলোচনা করতেন।
মনমোহনের মৃত্যুর খবর প্রকাশ্যে আসার পর মোদী লিখেছেন, ‘‘মনমোহনজি প্রধানমন্ত্রী থাকাকালীন ওঁর সঙ্গে আমার প্রায়ই কথা হত। আমি সেই সময়ে গুজরাতের মুখ্যমন্ত্রী ছিলাম। সরকার পরিচালনার বিভিন্ন বিষয়ে আমরা কথা বলতাম। সবসময়েই তাঁর জ্ঞান প্রকাশ পেত কথাবার্তায়। এই বেদনার মুহূর্তে ওঁর পরিবার, বন্ধুবান্ধব এবং নিকটজনদের প্রতি আমার সমবেদনা জানাচ্ছি।’’
মোদী আরও লেখেন, ‘‘প্রসিদ্ধতম দেশনায়কদের মধ্যে অন্যতম ছিলেন মনমোহন। তাঁর মৃত্যুতে সারা দেশ শোকস্তব্ধ। দেশের শ্রদ্ধেয় অর্থনীতিবিদ হয়ে উঠেছিলেন তিনি। অর্থমন্ত্রী-সহ সরকারের একাধিক গুরুত্বপূর্ণ পদে তিনি ছিলেন। সংসদেও তাঁর ভূমিকা ছিল তাৎপর্যপূর্ণ। প্রধানমন্ত্রী হিসাবে দেশের মানুষের জীবনযাত্রা উন্নত করার সাধ্যমতো চেষ্টা তিনি করেছিলেন।’’
বৃহস্পতিবার দিল্লির এমস হাসপাতালে শেষ নিঃশ্বাস ত্যাগ করেছেন মনমোহন। ৯২ বছর বয়স হয়েছিল তাঁর। সূত্রের খবর শ্বাসকষ্টজনিত সমস্যা নিয়ে রাত ৮টা নাগাদ হাসপাতালে ভর্তি করানো হয় মনমোহনকে। সেখানেই তাঁর মৃত্যু হয়েছে। ২০০৪ থেকে ২০১৪ সাল পর্যন্ত ১০ বছর তিনি প্রধানমন্ত্রী ছিলেন।