ফাইল চিত্র।
করোনা সংক্রমণের কারণে রাজ্য সরকারের নির্দেশে এমনিতেই কম চলছে কলকাতা মেট্রো। বুধবার মেট্রোর তরফে জানানো হল ইদের দিন সেই সংখ্যা আরও কমানো হবে। এক বিজ্ঞপ্তিতে তারা জানিয়েছে, ১৪ মে ইদের দিন ১৯২ টি মেট্রোর বদলে ১৪৪টি মেট্রো চলবে। ওই দিন সকালের প্রথম মেট্রো পাওয়া যাবে ৮টায়। দক্ষিণেশ্বর থেকে কবি সুভাষ, দমদম থেকে কবি সুভাষ, কবি সুভাষ থেকে দমদম ও দমদম থেকে দক্ষিণেশ্বর যাওয়ার সকালে প্রথম মেট্রো ছাড়বে ৮ টায়।
পরিবর্তন হয়েছে রাতের শেষ মেট্রোর সময়েও। দক্ষিণেশ্বর থেকে কবি সুভাষ যাওয়ার শেষ মেট্রো ছাড়বে সন্ধে ৭ টা ৪৮ মিনিটে। দমদম থেকে কবি সুভাষ যাওয়ার শেষ মেট্রো ছাড়বে রাত ৮ টায়। কবি সুভাষ থেকে দক্ষিণেশ্বর যাওয়ার শেষ মেট্রোও ছাড়বে একই সময়ে।
মেট্রোর তরফে জানানো হয়েছে, ইস্ট-ওয়েস্ট মেট্রোর সময়সূচিতে কোনও পরিবর্তন হচ্ছে না। কোনও টোকেন দেওয়া হবে না। স্মার্টকার্ড থাকলেও পরিষেবা পাওয়া যাবে।