Viral Video

লুকিয়ে গোখরোর বাচ্চা, হেলমেট পরতেই মোক্ষম কামড় মাথায়! তার পর... ভাইরাল ভিডিয়োয় হইচই

ভাইরাল ভিডিয়োয় দেখা গিয়েছে, এক স্কুটিচালকের হেলমেটের ভিতরে ঢুকে পড়েছে একটি ছোট্ট গোখরো। তরুণ চালক হেলমেটটি মাথায় পরতেই সাপটি তাঁকে কামড়ে দেয়। সঙ্গে সঙ্গে হেলমেট খুলে চিৎকার করতে থাকেন তিনি।

Advertisement

আনন্দবাজার অনলাইন ডেস্ক

শেষ আপডেট: ২৭ ডিসেম্বর ২০২৪ ১৪:৪৬
Share:

ছবি: এক্স থেকে নেওয়া।

হেলমেটে লুকিয়ে ছিল গোখরোর বাচ্চা। মাথায় পরতেই মোক্ষম কামড় দিল স্কুটির চালককে! এমনই এক ঘটনার ভিডিয়োয় শোরগোল পড়েছে সমাজমাধ্যমে। ভাইরাল হয়েছে সেই ভিডিয়ো। যদিও ভাইরাল ভিডিয়োটির সত্যতা যাচাই করেনি আনন্দবাজার অনলাইন। ঘটনাটি কোথায় ঘটেছে তা-ও ওই ভিডিয়ো থেকে স্পষ্ট নয়। তবে সংবাদমাধ্যমের প্রতিবেদন অনুযায়ী, দক্ষিণ ভারতের একটি শহরে ওই ঘটনা ঘটেছে।

Advertisement

ভাইরাল ভিডিয়োয় দেখা গিয়েছে, এক স্কুটিচালকের হেলমেটের ভিতরে ঢুকে পড়েছে একটি ছোট্ট গোখরো। তরুণ চালক হেলমেটটি মাথায় পরতেই সাপটি তাঁকে কামড়ে দেয়। সঙ্গে সঙ্গে হেলমেট খুলে চিৎকার করতে থাকেন তিনি। ধীরে ধীরে স্কুটির উপরেই নেতিয়ে পড়েন। সঙ্গে সঙ্গে স্থানীয় কয়েক জন এসে ধরাধরি করে তাঁকে হাসপাতালে নিয়ে যান। খবর দেওয়া হয় এক সাপ উদ্ধারকারীকেও। তিনি এসে হেলমেটের ভিতর থেকে সাপটিকে উদ্ধার করেন। সেই ভিডিয়োই প্রকাশ্যে এসেছে।

‘মনোজ শর্মা লখনউ ইউপি’ নামের এক্স হ্যান্ডল থেকে পোস্ট করা ভিডিয়োটি ইতিমধ্যেই বহু মানুষ দেখেছেন। বহু বার দেখা হয়েছে ভিডিয়োটি। লাইক-কমেন্টের বন্যা বয়ে গিয়েছে। অনেকেই ভিডিয়োটি দেখে বিস্ময় প্রকাশ করেছেন। ওই স্কুটিচালকের স্বাস্থ্য নিয়ে উদ্বেগও প্রকাশ করেছেন নেটাগরিকদের একাংশ। উল্লেখ্য, ২০২৩ সালের অক্টোবরে কেরলে একই রকম একটি ঘটনা ঘটেছিল। তবে অল্পের জন্য বিপদ থেকে রক্ষা পেয়েছিলেন এক যুবক।

Advertisement

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement