Kolkata Traffic Police

বর্ষশেষের রাতে কলকাতার পথে গাড়ি নিয়ে! কোথায় যাবেন, কোথায় নয়? পার্কিংয়ে ‘না’ কোন পথে?

বর্ষশেষের রাতে শহর কলকাতায় উৎসবের আমেজ নেওয়ার ইচ্ছে হতেই পারে। তবে পথে নামার আগে পরিবর্তিত ব্যবস্থার কথা আগাম জেনে নেওয়াই ভাল।

Advertisement

নিজস্ব সংবাদদাতা

শেষ আপডেট: ৩০ ডিসেম্বর ২০২২ ২৩:০৩
Share:

নতুন বছরে রাতে নিয়ন্ত্রণ করা হবে যান চলাচল। ছবি: পিটিআই।

উৎসবের সুর বেসুরে না বাজে তাই বর্ষশেষ এবং ইংরেজি নববর্ষের প্রথম দিনে কলকাতার রাস্তায় জারি থাকবে বেশ কিছু নিয়মকানুন। উৎসবমুখী জনতার নিরাপত্তার কথা মাথায় রেখে এবং একই সঙ্গে যানজট সমস্যা এড়াতে কলকাতা ট্রাফিক পুলিশ এই নিয়ম জারি করেছে। বর্ষশেষের রাতে শহর কলকাতায় উৎসবের আমেজ নেওয়ার ইচ্ছে হতেই পারে। তবে পথে নামার আগে এই বাধা-নিষেধের কথা আগাম জেনে নেওয়াই ভাল। আনন্দবাজার অনলাইনে রইল সুলুক সন্ধান—

Advertisement

১। জওহরলাল নেহরু রোড থেকে এজেসি বোস রোড পর্যন্ত পার্ক স্ট্রিটে একমুখী যান চলাচল হবে রাত ২টো পর্যন্ত।

২। হো চি মিন সরণীতে যান চলাচল হবে একমুখী। পশ্চিম থেকে পূর্বে।

Advertisement

৩। ক্যামাক স্ট্রিট থেকে জওহরলাল নেহরু রোড পর্যন্ত পূর্ব দিক থেকে পশ্চিম দিকে যান চলাচল হবে একমুখী।

৪। লিটল রাসল স্ট্রিটে গাড়ি চলবে দক্ষিণ থেকে উত্তর দিকে।

৫। রাসল স্ট্রিটেও গাড়ি চলবে দক্ষিণ থেকে উত্তরে।

৬। পার্ক স্ট্রিট থেকে এজেসি বোস রোড পর্যন্ত ক্যামাক স্ট্রিটে গাড়ি চলাচল করবে উত্তর থেকে দক্ষিণে।

৭। ফ্রি স্কুল স্ট্রিট ক্রসিং থেকে পার্ক স্ট্রিটের দিকে কোনও গাড়ি যাবে না।

৮। পার্ক স্ট্রিট এবং রাসল স্ট্রিট ক্রসিং থেকে রাসল স্ট্রিটে ডান দিকে ঘোরা যাবে না

৯। যে সমস্ত রাস্তায় গাড়ি পার্ক করা যাবে সেগুলি হল—

ক) রাসল স্ট্রিটের পূর্ব এবং পশ্চিমে। তবে পরিবর্তিত পরিস্থিতিতে পশ্চিম দিকে গাড়ির রাখার অনুমতি প্রত্যাহারও করা হতে পারে।

খ) ফ্রি স্কুল স্ট্রিটের পশ্চিমে রয়েড এবং মার্কিস স্ট্রিটের মাঝামাঝি।

গ) উড স্ট্রিট এবং রফি আহমেদ কিদওয়াই রোডের পশ্চিমদিকে।

ঘ) মিডলটন রোয়ে।

১০। যে সব রাস্তায় একমুখী অথবা দ্বিমুখী গাড়ি চলাচল করতে পারবে কি না পরিস্থিতি অনুযায়ী সিদ্ধান্ত নেবে ট্রাফিক পুলিশ—

ক) রফি আহমেদ কিদওয়াই রোড এবং ফ্রি স্কুল স্ট্রিটের মধ্যবর্তী রয়েড স্ট্রিটে

খ) রয়েড স্ট্রিট ক্রসিং থেকে এস এন ব্যানার্জি রোডে মধ্যবর্তী রাস্তায়

১১। যেখানে পার্কিং নিষিদ্ধ থাকবে—

ক) পার্ক স্ট্রিট

খ) ক্যামাক স্ট্রিট (পার্ক স্ট্রিট থেকে মিডলটন স্ট্রিট পর্যন্ত)

গ) ফ্রি স্কুল স্ট্রিট (রিপন স্ট্রিট থেকে পার্ক স্ট্রিট)

ঘ) রফি আহমেদ কিদওয়াই রোড (রয়েড স্ট্রিট থেকে পার্ক স্ট্রিট পর্যন্ত)

ঙ) উডস্ট্রিট (শর্ট স্ট্রিট থেকে পার্ক স্ট্রিট)

চ) মিডলটন স্ট্রিট

ছ) লিটল রাসেল স্ট্রিট

জ) কিড স্ট্রিট

ঝ) রাসেল স্ট্রিট

ঞ) রয়েড স্ট্রিট

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement