কলকাতায় জাল নোটের হদিস! দেড় লাখ টাকা সমেত মালদহের বাসিন্দাকে গ্রেফতার করল পুলিশ

পুলিশ সূত্রে খবর, এই প্রথম বার নয়, আগেও রকিমূল ওই একই অভিযোগে গ্রেফতার হয়। এমনকি, তার বিরুদ্ধে জাল নোট কারবারের অভিযোগ প্রমাণ হওয়ায় সাজাও হয়। আবার একই কারবারে নামে ওই .যুবক।

Advertisement

নিজস্ব সংবাদদাতা

শেষ আপডেট: ০৮ জানুয়ারি ২০২৩ ১৫:৪৮
Share:

কলকাতার তপসিয়া থেকে বিপুল অঙ্কের ৫০০ টাকার জাল নোট উদ্ধার! গ্রেফতার করা হয়েছে এক যুবককে। —প্রতীকী চিত্র।

কলকাতা পুলিশের জালে এ বার জাল নোটের কারবারি। তপসিয়া অঞ্চল থেকে দেড় লক্ষ জাল টাকা-সহ এক ব্যক্তিকে গ্রেফতার করল কলকাতা পুলিশের এসটিএফ।

Advertisement

পুলিশ সূত্রের খবর, ধৃতের নাম রকিমুল শেখ। তাঁর বাড়ি মালদহের কালিয়াচকে। ধৃতের কাছ থেকে ৩০০টি জাল ৫০০ টাকার নোট পাওয়া গিয়েছে। তদন্তকারীদের অনুমান, জাল নোট কারবারে অন্যতম মূল অভিযুক্ত ওই ব্যক্তি। শনিবার গোপন সূত্রে খবর পেয়ে তপসিয়া এলাকায় অভিযান চালায় কলকাতা পুলিশের এসটিএফ। সেখানেই জাল টাকা-সহ হাতেনাতে পাকড়াও হয় রকিমুল। ওই দিন বিকেল ৪টে নাগাদ রকিমুলকে গ্রেফতার করা হয় বলে খবর।

পুলিশ সূত্রে খবর, এই প্রথম বার নয়, আগেও রকিমুল ওই একই অভিযোগে গ্রেফতার হয়। এমনকি, তার বিরুদ্ধে জাল নোট কারবারের অভিযোগ প্রমাণ হওয়ায় সাজাও হয়। কিন্তু জেল থেকে বেরিয়ে আবার জাল নোটের কারবারে নামে সে। ধৃতের সঙ্গে কোনও বড় চক্র জড়িত রয়েছে অনুমান তদন্তকারীদের। সে সম্পর্কিত তথ্য জানতে ধৃতকে হেফাজতে নিয়ে জিজ্ঞাসাবাদ করছে পুলিশ।

Advertisement

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement