গ্রাফিক: শৌভিক দেবনাথ।
কলকাতা পুরভোটে সন্ত্রাসের অভিযোগে এ বার আদালতের দ্বারস্থ বিজেপি এবং সিপিএম। সোমবার কলকাতা হাই কোর্ট এ বিষয়ে মামলার অনুমতিও দিয়েছে
পুরভোটে সন্ত্রাস এবং কারচুপির অভিযোগ তুলে সোমবার হাই কোর্টের কাছে এ বিষয়ে মামলা করার অনুমতি চান ২ নম্বর ওয়ার্ডের সিপিএম প্রার্থী দেবলীনা সরকার। পৃথক ভাবে আবেদন জানানো হয় বিজেপি-র নেতা প্রতাপ বন্দ্যোপাধ্যায়ের তরফেও। দু’টি আবেদনই মঞ্জুর করেন প্রধান বিচারপতি প্রকাশ শ্রীবাস্তব। আগামী ২৩ ডিসেম্বর মামলার পরবর্তী শুনানি হবে।
সোমবার বিজেপি-র আইনজাবী বলেন, ‘‘মহামান্য হাই কোর্টের নির্দেশ সত্ত্বেও শান্তিপূর্ণ এবং অবাধ নির্বাচন হয়নি। বোমাবাজিতে জখমের ঘটনা ঘটেছে। আদালত সমস্ত বুথে সিসিটিভি ক্যামেরা বসানোর নির্দেশ দিলেও রাজ্য নির্বাচন কমিশন তা মানেনি। বহু বুথে সিসিটিভি ক্যামেরা ঠিক ভাবে কাজ করেনি। এ বিষয়ে তথ্যপ্রমাণ আমরা আদালতের কাছে জমা দিয়েছি।’’
প্রসঙ্গত, রবিবারই বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী কলকাতার পুরভোটকে ‘স্বাধীনতার পর পশ্চিমবঙ্গে সবচেয়ে বড় প্রহসনের নির্বাচন’ বলে দাবি করে জানিয়েছিলেন তাঁরা ভোট বাতিলের দাবিতে আদালতে আবেদন জানাবেন।