SSC

SSC: এসএসসি-র উপর বিশ্বাস নেই, কড়া মন্তব্য করে সরে দাঁড়ালেন বিচারপতি

পরীক্ষায় গোবিন্দ মণ্ডল পেয়েছেন ৬০ শতাংশ নম্বর, তার চাকরি হয়নি। অথচ যিনি ৫৬.৬৭ শতাংশ নম্বর পেয়েছেন, তিনি চাকরি পেয়ে গিয়েছেন।

Advertisement

নিজস্ব সংবাদদাতা

কলকাতা শেষ আপডেট: ০৭ সেপ্টেম্বর ২০২১ ১৪:৫১
Share:

প্রতীকী ছবি

ফের এসএসএসি-র নিয়োগ নিয়ে হাই কোর্টের কড়া সমালোচনার মুখে পড়ল রাজ্য। এসএলএসটি-র গণিত বিষয়ে নিয়োগে অনিয়ম প্রকাশ্যে এসে পড়ায় মঙ্গলবার আদালতের তোপের মুখে পড়তে হল রাজ্যকে। বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায় বললেন, ‘‘এসএসএসি-র উপর আমার কোনও ভরসা নেই।’’মঙ্গলবার এই মামলা থেকে সরে দাঁড়ানোর সিদ্ধান্ত নিয়েছেন বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়।

নিয়োগ প্রক্রিয়ায় গোলমালের অভিযোগে হাই কোর্টে একটি মামলা করেন চাকরিপ্রার্থী গোবিন্দ মণ্ডল। তাঁর অভিযোগ ছিল, মেধাতালিকার ২১৪ নম্বরে নাম থাকা সত্ত্বেও চাকরি পাননি, এ দিকে মেধাতালিকার ২৫২ নম্বরে থাকা প্রার্থী চাকরি পেয়ে গিয়েছেন। তথ্যের অধিকার আইনে তিনি বিষয়টি জানতে চান। সেখানে দেখা গিয়েছিল, পরীক্ষায় তিনি পেয়েছেন ৬০ শতাংশ নম্বর, তার চাকরি হয়নি। অথচ যিনি ৫৬.৬৭ শতাংশ নম্বর পেয়েছেন, তিনি চাকরি পেয়ে গিয়েছেন।

এই অভিযোগে মামলা দায়ের হলে ভুল করে স্বীকার করে এসএসসি। মঙ্গলবার এসএসসি-র তরফ থেকে আদালতে জানানো হয়, ইতিমধ্যে ভুল শুধরে গোবিন্দকে চাকরি দেওয়া হয়েছে। কিন্তু কমিশনের কাজে বিরক্ত বিচারপতি বার বার এমন অনিয়ম নিয়ে উষ্মা প্রকাশ করেছেন।

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement