Allu Arjun

সন্তানের নিরাপত্তা নিয়ে চিন্তিত অল্লু! ধৈর্য রেখেও কোন পদক্ষেপের ইঙ্গিত দিলেন?

অল্লুকে কেন্দ্র করে রীতিমতো রাজনৈতিক চাপানউতর শুরু হয়েছে তেলঙ্গানায়। এ বার নিজের দুই ছেলে-মেয়ের সুরক্ষার কথা ভেবে কোন সিদ্ধান্ত নিলেন অভিনেতা?

Advertisement

আনন্দবাজার অনলাইন ডেস্ক

শেষ আপডেট: ২৩ ডিসেম্বর ২০২৪ ১৩:১৪
Share:

বাড়ির বাইরে হামলা কী পদক্ষেপ নিচ্ছেন অল্লু অর্জুন? ছবি: সংগৃহীত।

তাঁর বিরুদ্ধে অভিযোগ গাফিলতির। সেই গাফিলতির জেরেই গত ১৯ দিন হাসপাতালে মৃত্যুর সঙ্গে পঞ্জা লড়ছে এক কিশোর! ইতিমধ্যেই মৃত্যু হয়েছে ওই কিশোরের মায়ের। তিনি অল্লু অর্জুন, দক্ষিণী সুপারস্টার। অল্লু দুই সন্তানের পিতা। জখম কিশোরের হয়ে বিচার চেয়ে রবিবার দুপুরে অভিনেতার বাড়ির সামনে নিজেদের ছাত্র পরিচয় দিয়ে বিক্ষোভ দেখান একদল মানুষ। চলে ভাঙচুর, পাথর ছোড়াছুড়ি। আতঙ্কে নিজের সন্তানদের সুরক্ষিত আশ্রয়ে পাঠানোর বন্দোবস্ত করে ফেলেছেন অল্লু। শোনা গিয়েছে ধৈর্য ধরার কথা। আবার একই সঙ্গে শোনা গিয়েছে প্রয়োজনে আইনি পদক্ষেপ করার প্রচ্ছন্ন হুঁশিয়ারিও।

Advertisement

গত ৪ ডিসেম্বর ‘পুষ্পা ২: দ্য রুল’ মুক্তির আগের দিন হায়দরাবাদের ‘সন্ধ্যা’ প্রেক্ষাগৃহে ছবির প্রিমিয়ারে পদপিষ্ট হয়ে মৃত্যু হয় এক মহিলার। আশঙ্কাজনক অবস্থায় মৃত্যুর সঙ্গে পাঞ্জা লড়ছে মৃতার নাবালক পুত্র। এই ঘটনা কেন্দ্র করে এই মুহূর্তে অগ্নিগর্ভ হায়দরাবাদ। তেলঙ্গানায় ক্ষমতাসীন কংগ্রেস ছবির প্রিমিয়ারে পদপিষ্ট হওয়ার ঘটনার নিন্দা করেছে আগেই। বিধানসভাতেই অল্লুকে কটাক্ষ করেন সে রাজ্যের মুখ্যমন্ত্রী রেবন্ত রেড্ডি। এ দিকে বিজেপি পাশে দাঁড়িয়েছে অল্লুর। ফলে রীতিমতো রাজনৈতিক চাপানউতর শুরু হয়েছে সে রাজ্যে। এই প্রেক্ষিতে অল্লু অর্জুনের বাবা ‘পুষ্পা’ ছবির প্রযোজক, অল্লু অরবিন্দের তরফে শোনা গেল আইনি পদক্ষেপের কথা। যদিও কোনও মন্তব্য করতে তিনি নারাজ। শুধু জানিয়েছেন, পরিস্থিতি তেমন উদ্বেগজনক হলে তাঁরা আইনি পদক্ষেপ করবেন। তবে এই মুহূর্তে তাঁরা ধৈর্য্য ধরছেন।

রবিবারও অল্লু সমাজমাধ্যমে নিজের ভক্তদের উদ্দেশে বার্তা দিয়ে সকলকে শান্ত থাকার অনুরোধ জানিয়েছিলেন। ইনস্টাগ্রামে অল্লু লেখেন, “আমি আমার সকল ভক্তকে অনুরোধ জানাব তাঁরা যেন আবেগ প্রকাশের সময় দায়িত্বজ্ঞান বজায় রাখেন, যেমন তাঁরা সব সময়ই করে থাকেন এবং অনলাইন বা অফলাইনে কোনও অশালীন মন্তব্য বা আচরণ করা থেকেও বিরত থাকেন।” শুধু তা-ই নয়, অল্লু হুঁশিয়ারি দিয়ে জানিয়েছেন কোনও ভুয়ো প্রোফাইল থেকে তাঁর ভক্ত সেজে যদি কেউ এমন কোনও কাজ করেন তা হলে আইনি পদক্ষেপ করতে বাধ্য হবেন তিনি। নিজের ভক্তদের উদ্দেশে তাঁর অনুরোধ, “এ ধরনের কোনও পোস্টের সঙ্গে জড়িয়ে পড়বেন না।”

Advertisement

বক্স অফিসে ‘পুষ্পা ২’ ঝড় অব্যাহত। একই ভাবে অব্যাহত বিতর্ক। রবিবার নায়ক অল্লু অর্জুনের হায়দরাবাদের জুবিলি হাউসের বাড়িতে বিক্ষোভ দেখান এক দল মানুষ। বন্ধ ফটকের বাইরে থেকেই পাথর ছোড়ার অভিযোগ ওঠে অল্লুর প্রাসাদোপম বাড়ির দিকে। বাগানের টব ভেঙে দেওয়া হয়।

একটি ভিডিয়ো সমাজমাধ্যমে ছড়িয়ে পড়ে। সেখানে দেখা গিয়েছে, অল্লুর বাসভবনের সামনে বিক্ষোভ দেখাচ্ছেন এক দল মানুষ। চিকিৎসাধীন কিশোর শ্রী তেজের জন্য বিচারের দাবিতে তাঁরা ব্যানার, পোস্টার নিয়ে জড়ো হয়েছিলেন। ওই কিশোরের জন্য এক কোটি টাকা ক্ষতিপূরণও দাবি করেছেন বিক্ষোভকারীরা। ‘জাস্টিস’ স্লোগান তুলেছেন। অল্লুর প্রাসাদোপম বাড়ির সামনে থেকে কাউকে কাউকে পাথর ছুড়তে দেখা গিয়েছে, কেউ টব ভেঙেছেন। এর পরই দুই সন্তানকে নিয়ে চিন্তিত হয়ে পড়েন অভিনেতা। তড়িঘড়ি মেয়ে আরিয়া ও ছেলে অল্লু আরিয়ানকে গাড়িতে ঠাকুরদা-ঠাকুমার বাড়িতে পাঠিয়ে দেন। যদিও অল্লু বাড়ি ছাড়বেন না। তিনি জুবিলি হিলসে্র বাড়িতেই থাকবেন। এই ঘটনায় অবশ্য বিক্ষোভকারীদের গ্রেফতার করেছে পুলিশ।

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement