Calcutta High Court

High Court: ‘ভোট পরবর্তী হিংসা’: সিট-এর শীর্ষে কলকাতা হাই কোর্টের প্রাক্তন প্রধান বিচারপতি

মঞ্জুলা চেল্লুর কলকাতা ও বম্বে হাই কোর্টের প্রধান বিচারপতি ছিলেন। আদালত জানিয়েছে, সুপ্রিম কোর্টের অবসরপ্রাপ্ত প্রধান বিচারপতিকে পাওয়া যায়নি।

Advertisement

নিজস্ব সংবাদদাতা

কলকাতা শেষ আপডেট: ০৩ সেপ্টেম্বর ২০২১ ১২:১৫
Share:

ফাইল চিত্র

‘ভোট পরবর্তী হিংসা’ মামলার তদন্তে নজরদারির জন্য সিটের মাথায় কলকাতা হাই কোর্টের অবসরপ্রাপ্ত প্রধান বিচারপতি মঞ্জুলা চেল্লুরকে নিয়োগ করল আদালত। চেল্লুর কলকাতা ও বম্বে হাই কোর্টের প্রধান বিচারপতি ছিলেন। আদালত জানিয়েছে, সুপ্রিম কোর্টের কোনও অবসরপ্রাপ্ত প্রধান বিচারপতিকে পাওয়া যায়নি। সেই কারণেই হাই কোর্টের অবসরপ্রাপ্ত প্রধান বিচারপতিকেই এই পদে নিয়োগ করা হল।

Advertisement

ইতিমধ্যে ‘ভোট পরবর্তী হিংসা’ মামলার তদন্তে রাজ্যে এসে পৌঁছেছে সিবিআই-এর একাধিক তদন্তকারী দল। সেই দলগুলি রাজ্যের বিভিন্ন প্রান্তে হিংসার অভিযোগ খতিয়ে দেখছে। আদালতের নির্দেশ মতো গঠন হয়েছে সিটও। সেই সিটের তদন্তের উপর নজরদারি চালানোর জন্যই একজন সুপ্রিম কোর্টের অবসরপ্রাপ্ত বিচারপতি নিয়োগের কথা ছিল। কিন্তু শুক্রবার হাই কোর্ট জানাল, আপাতত সুপ্রিম কোর্টের কোনও প্রাক্তন প্রধান বিচারপতিকে পাওয়া যায়নি। সেই কারণেই হাই কোর্টের প্রাক্তন প্রধান বিচারপতিকে নিয়োগ করা হল।

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement