কুয়োয় পড়ে গেলেন তরুণী। ছবি: সংগৃহীত।
রাজস্থানের পর গুজরাত! ৫৪০ ফুট গভীর কুয়োয় পড়ে গেলেন বছর ১৮-র তরুণী। সোমবার সকালে গুজরাতে কচ্ছ জেলার ভুজ তালুকের কান্দেরাই গ্রামে ঘটনাটি ঘটেছে। ভুজের উপজেলাশাসক এবি যাদব জানিয়েছেন, ওই তরুণী কুয়োর ৪৯০ ফুট গভীরে আটকে রয়েছেন। তাঁকে কুয়ো থেকে তুলতে তৎপরতার সঙ্গে শুরু হয়েছে উদ্ধারকাজ।
সোমবার ভোর সাড়ে ৬টা নাগাদ ঘটনাটি ঘটে। স্থানীয় সূত্রে জানা গিয়েছে, ওই তরুণীর পরিবার পরিযায়ী শ্রমিক। রাজস্থান থেকে কাজের সূত্রে সপরিবার গুজরাতে এসেছিলেন তাঁরা। সোমবার ভোরে কোনও ভাবে পা পিছলে ওই তরুণী কুয়োয় পড়ে যান। কিছু ক্ষণ পর বিষয়টি জানতে পারেন মেয়েটির পরিবার। শুরু হয় উদ্ধারকাজ। ক্যামেরার সাহায্যে কুয়োর ভিতরে মেয়েটির গতিবিধি বোঝার চেষ্টা চলছে। নলের সাহায্যে পাঠানো হয়েছে অক্সিজেনও। তবে উদ্ধারকারীরা জানিয়েছেন, কুয়োর ভিতরে কোনও রকম নড়াচড়া টের পাওয়া যাচ্ছে না। ওই তরুণী বেঁচে আছেন কি না, তা নিয়েও ধন্দে তাঁরা। এলাকায় পৌঁছেছে সীমান্তরক্ষী বাহিনী (বিএসএফ) এবং জাতীয় বিপর্যয় মোকাবিলা দল (এনডিআরএফ)। উদ্ধারকাজে হাত লাগিয়েছে তারাও।
উল্লেখ্য, এক সপ্তাহ আগেই রাজস্থানের ৭০০ ফুট গভীর কুয়োয় ১০ দিন আটকে থাকার পর মৃত অবস্থায় উদ্ধার করা হয় তিন বছরের এক শিশুকন্যাকে। চেতনা নামে ওই শিশুর মৃত্যুতে প্রশাসনের অব্যবস্থা নিয়ে নানা প্রশ্ন উঠতে শুরু করেছে। বেআইনি ভাবে গভীর কুয়ো খনন এবং তার রক্ষণাবেক্ষণের অভাব নিয়ে প্রশাসনকে দুষেছেন অনেকে। সেই ঘটনার এক সপ্তাহ পেরোতে না পেরোতেই ফের ঘটল দুর্ঘটনা।