Corona

মৃতদেহ সরিয়ে আক্রান্তকে হাসপাতালে ভর্তি প্রার্থীর

Advertisement

নিজস্ব সংবাদদাতা

কলকাতা শেষ আপডেট: ২৮ এপ্রিল ২০২১ ১০:১৫
Share:

ক্রিক রো থেকে রোগীকে বার করে হাসপাতালে পাঠাচ্ছেন কংগ্রেস প্রার্থী সন্তোষ পাঠক। নিজস্ব চিত্র।

সংক্রমণের ঢেউ বাড়তে শুরু করার সঙ্গে সঙ্গেই করোনা রোগীদের হাসপাতালে পৌঁছনো বা মৃতদেহ উদ্ধার নিয়ে দেখা দিচ্ছে সঙ্কট। শহরে মঙ্গলবার এমন সঙ্কটের ঘটনাতেই করোনায় মৃতের দেহ উদ্ধার ও তাঁর অসুস্থ স্ত্রীকে হাসপাতালে ভর্তি করাতে এগিয়ে এলেন চৌরঙ্গি কেন্দ্রের কংগ্রেস প্রার্থী সন্তোষ পাঠক। ক্রিক লেনের বাসিন্দা রোনাল্ড ডেভিডসন করোনায় আক্রান্ত হয়ে মারা গিয়েছেন এবং তাঁর দেহ বাড়িতেই পড়ে রয়েছে জেনে এ দিন মুচিপাড়া থানায় খবর দেন সন্তোষ। তার পরে তিনি এবং স্থানীয় কংগ্রেস নেতা মানস সরকার সেই বাড়িতে পৌঁছে দরজা ভেঙে দেখেন, রোনাল্ডের স্ত্রী ফ্লোরেন্স গুরুতর অসুস্থ অবস্থায় সেখানেই রয়েছেন। পুরসভার কো-অর্ডিনেটর সন্তোষ নিজের এলাকায় অ্যাম্বুল্যান্স পরিষেবার ব্যবস্থা করে থাকেন বহু দিন ধরেই। সেই অ্যাম্বুল্যান্স আনিয়ে এবং কর্মীদের পিপিই পরিয়ে ফ্লোরেন্সকে উদ্ধার করে কলকাতা মেডিক্যাল কলেজ হাসপাতালে ভর্তি করান তিনি। ফ্লোরেন্স আপাতত ওই হাসপাতালেই চিকিৎসাধীন।

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement