Durga Puja 2023

নির্দেশ মানা হচ্ছে কি, দক্ষিণে পুজো পরিদর্শনে পুলিশকর্তারা

এ দিন সকাল থেকে দক্ষিণের একাধিক পুজো মণ্ডপ পরিদর্শন করেন কলকাতা পুলিশের যুগ্ম নগরপাল (সদর) সন্তোষ পাণ্ডে। ছিলেন দমকল এবং কলকাতা পুলিশের অন্য আধিকারিকেরাও।

Advertisement

নিজস্ব সংবাদদাতা

শেষ আপডেট: ১০ অক্টোবর ২০২৩ ০৭:৩৪
Share:

—প্রতিনিধিত্বমূলক ছবি।

পুজো মণ্ডপ তৈরির আগে উদ্যোক্তাদের একাধিক নির্দেশ দিয়েছিল কলকাতা পুলিশ। দর্শনার্থীদের প্রবেশ ও বেরোনোর পথ নিয়ে একাধিক নির্দেশ দেওয়া হয়েছিল। আদৌ সেই সব নির্দেশ মেনে কাজ হচ্ছে কি না, তা সোমবার খতিয়ে দেখলেন কলকাতা পুলিশের কর্তারা।

Advertisement

এ দিন সকাল থেকে দক্ষিণের একাধিক পুজো মণ্ডপ পরিদর্শন করেন কলকাতা পুলিশের যুগ্ম নগরপাল (সদর) সন্তোষ পাণ্ডে। ছিলেন দমকল এবং কলকাতা পুলিশের অন্য আধিকারিকেরাও। এ দিন মোট ১০টি মণ্ডপ পরিদর্শন করেন তাঁরা। বেলা ১২টা নাগাদ চেতলা অগ্রণী ক্লাবের মণ্ডপে যান যুগ্ম নগরপাল। ছিলেন কলকাতা ট্র্যাফিক পুলিশের কর্তারাও। ওই মণ্ডপে দর্শনার্থীরা কোন পথ দিয়ে ঢুকবেন এবং কোন পথে বেরিয়ে যাবেন, তা খতিয়ে দেখা হয়। পুজোকর্তাদের প্রয়োজনীয় নির্দেশ দিতেও দেখা যায় পুলিশকর্তাকে। এর পরে তিনি সুরুচি সঙ্ঘ, বড়িশা ক্লাব-সহ দক্ষিণের একাধিক পুজো মণ্ডপ পরিদর্শন করেন। আজ, মঙ্গলবারও তিনি শহরের একাধিক মণ্ডপ পরিদর্শন করবেন বলে জানা গিয়েছে।

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement