R G Kar Protest

আরজি করে প্রতীকী অনশনে প্রাক্তনীরা, কেন্দ্রীয় বাহিনীর বিরুদ্ধে কর্মসূচিতে বাধা দেওয়ার অভিযোগ

আরজি কর হাসপাতালে প্রতীকী অনশনে বসলেন প্রাক্তনীদের একাংশ। কিন্তু রবিবার তাঁদের এই কর্মসূচিতে বাধা দেওয়ার অভিযোগ উঠল কেন্দ্রীয় বাহিনীর জওয়ানদের বিরুদ্ধে।

Advertisement

আনন্দবাজার অনলাইন সংবাদদাতা

শেষ আপডেট: ১৩ অক্টোবর ২০২৪ ১১:৪৯
Share:

আরজি কর মেডিক্যাল কলেজ এবং হাসপাতাল। —ফাইল চিত্র।

আরজি কর হাসপাতালে প্রতীকী অনশনে বসলেন প্রাক্তনীদের একাংশ। কিন্তু রবিবার তাঁদের এই কর্মসূচিতে বাধা দেওয়ার অভিযোগ উঠল কেন্দ্রীয় বাহিনীর জওয়ানদের বিরুদ্ধে।

Advertisement

সুপ্রিম কোর্টের নির্দেশে বর্তমানে আরজি কর হাসপাতালে নিরাপত্তার দায়িত্বে রয়েছেন সিআইএসএফ জওয়ানেরা। ওই প্রাক্তনীদের অভিযোগ, রবিবার সকালে হাসপাতালের প্ল্যাটিনাম জুবিলি ভবনের সামনে ১২ ঘণ্টার প্রতীকী অনশনে বসেছিলেন তাঁরা। কিন্তু হাসপাতালের নিরাপত্তার কারণে তাঁদের সেখান থেকে উঠে যেতে বলেন সিআইএসএফ আধিকারিকেরা। অবশ্য সিআইএসএফের আপত্তি অগ্রাহ্য করেই নিজেদের কর্মসূচি শুরু করেছেন আরজি করের ওই প্রাক্তনীরা।

আরজি কর হাসপাতালের জরুরি বিভাগের কাছে অবস্থান চালিয়ে যাচ্ছেন জুনিয়র ডাক্তারেরা। সেখানে অবশ্য কর্মসূচি চালিয়ে যাচ্ছেন তাঁরা। এক জুনিয়র ডাক্তার এই প্রসঙ্গে বলেন, “আমাদের কর্মসূচিতে এখনও পর্যন্ত সিআইএসএফের তরফে কোনও বাধা দেওয়া হয়নি। জানি না প্রাক্তনীদের প্রতীকী অনশনে বসতে কেন বাধা দেওয়া হল।”

Advertisement

সিআইএসএফ-এর ‘বাধার’ পরেও অবশ্য কর্মসূচি চালানোর বিষয়ে অনড় প্রাক্তনীরা। তাঁদের এক জনের কথায়, “জুনিয়র ডাক্তারদের আন্দোলনের সমর্থনে আমরা শান্তিপূর্ণ ভাবে প্রতিবাদ কর্মসূচি শুরু করেছি। বাধা দেওয়া হলেও আমরা এই জায়গা থেকে সরছি না।” এই প্রতিবেদন প্রকাশ হওয়া পর্যন্ত সিআইএসএফ কর্তৃপক্ষের বক্তব্য অবশ্য জানা যায়নি।

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement