এনআইএ-কে যুক্ত করার নির্দেশ। —ফাইল ছবি
আমতার চন্দ্রপুর এলাকায় তৃণমূলের দলীয় কার্যালয়ের সামনে বোমা বিস্ফোরণের মামলায় ন্যাশনাল ইনভেস্টিগেশন এজেন্সি তথা এনআইএ-কে যুক্ত করার নির্দেশ দিল কলকাতা হাই কোর্ট। সোমবার উচ্চ আদালতের বিচারপতি রাজাশেখর মান্থা এই নির্দেশ দিয়েছেন।
গত ২৩ ফেব্রুয়ারি হাওড়ার আমতা থানার চন্দ্রপুর এলাকায় তৃণমূলের দলীয় কার্যালয়ের সামনে বোমা বিস্ফোরণ হয় বলে অভিযোগ। সেই ঘটনায় জখম হয়েছিলেন এক জন। বেশ কিছু দিন হাসপাতালে ভর্তি ছিলেন তিনি। পাঁচ দিন পরে ২৮ তারিখ তাঁর মৃত্যু হয়। মৃতের নাম মহরম আলি। তাঁর বাবা এই ঘটনায় সিবিআই তদন্তের আর্জি নিয়ে হাই কোর্টের দ্বারস্থ হয়েছিলেন। পুত্রের মৃত্যুর বিচার চেয়েছিলেন শোকার্ত পিতা।
সেই আবেদনেরই শুনানি ছিল সোমবার। সপ্তাহ শুরুর সকালে হাই কোর্টে এই মামলাটি ওঠে হাই কোর্টের বিচারপতির বেঞ্চে। বিচারপতি তৃণমূলের দলীয় কার্যালয়ের সামনে বোমা বিস্ফোরণ এবং মহরম আলির মৃত্যুর এই মামলায় এনআইএ-কে যুক্ত করার নির্দেশ দিয়েছেন।