শ্রীরামপুরের তৃণমূল সাংসদ কল্যাণ বন্দ্যোপাধ্যায়। ফাইল চিত্র।
প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর বিরুদ্ধে ফের সরকারি ক্ষমতার অপব্যবহারের অভিযোগ করলেন শ্রীরামপুরের তৃণমূল সাংসদ কল্যাণ বন্দ্যোপাধ্যায়। উত্তরপাড়ায় তৃণমূলের সভায় তাঁর অভিযোগ, পশ্চিমবঙ্গ, ঝাড়খণ্ড, তেলঙ্গানা-সহ বিভিন্ন অবিজেপি দল শাসিত রাজ্যে সরকার ভাঙার চক্রান্ত করছে পদ্ম-শিবির। সেই উদ্দেশ্যে সিবিআই, ইডির মতো কেন্দ্রীয় তদন্তকারী সংস্থাগুলিকে কাজে লাগানো হচ্ছে।
উত্তরপাড়ার সভায় কল্যাণ বলেন, ‘‘বিজেপি জানে ওই রাজ্যগুলিতে ওরা জনগণের ভোটে ক্ষমতায় আসতে পারবে না।’’ এর পরেই তাঁর মন্তব্য, ‘‘প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী জানেন, ওই রাজ্যগুলিতে বিরোধী নেতাদের কণ্ঠরোধ করতে হবে। বিরোধী দলগুলিকে ভয় দেখিয়ে রাখতে হবে। বিরোধী দলগুলিকে ভেঙে চুরমার করে দিতে হবে।’’ সম্প্রতি হাওড়ায় টাকা-সহ ঝাড়খণ্ডের বিধায়কের গ্রেফতারির ঘটনা প্রসঙ্গ তুলে কল্যাণের দাবি, ‘‘বাংলার জন্য ঝাড়খণ্ডের সরকারটাকে ভাঙতে পারল না।’’
বিহারেও বিজেপি নীতীশ কুমারকে ক্ষমতাচ্যুত করার পরিকল্পনা করেছিল দাবি করে কল্যাণের মন্তব্য, ‘‘ঝাড়খণ্ডের সরকার ভাঙতে বিজেপি ব্যর্থ হওয়ার পরেই নীতীশ আরজেডির সঙ্গে হাত মিলিয়ে সরকার রক্ষা করেছেন।’’ পশ্চিমবঙ্গেও বিজেপির সরকার ভাঙার চক্রান্ত করছে দাবি করে শ্রীরামপুরের সাংসদ বলেন, ‘‘নরেন্দ্র মোদী, তোমার কত হিম্মত আছে আমরা দেখে নেব।’’
মোদী সরকার ‘রেফারি’ (কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা) নিয়ে ‘ফাউল’ করে খেলছে বলেও অভিযোগ করেছেন কল্যাণ। তাঁর দাবি, বিজেপি গণতান্ত্রিক রীতিনীতির সমস্ত সীমা ছাড়িয়ে গিয়েছে। এর পরেই তাঁর মন্তব্য, ‘‘সীমাহীনদের কী করে শায়েস্তা করতে হয়, তৃণমূলের তা জানা আছে।’’ প্রসঙ্গত, গত বছর নীলবাড়ির লড়াই পর্বে শ্রীরামপুরে একটি সভায় কল্যাণ অভিযোগ করেছিলেন, মোদী সরকার ক্ষমতার অপব্যবহার করে বিজেপিকে জেতানোর ছক কষছে।