Joydev-Kenduli

Joydev Kenduli: করোনা আবহে বন্ধ জয়দেব-কেঁদুলি মেলা, অল্প কয়েক জনের জন্য থাকবে পুণ্যস্নানের ব্যবস্থা

রাজ্য সরকারের করোনা বিধিনিষেধ মেনে, সামান্য সংখ্যক মানুষের পুণ্যস্নান করার ব্যবস্থা করা হবে বলেও প্রশাসন জানিয়েছে।

Advertisement

নিজস্ব সংবাদদাতা

বোলপুর শেষ আপডেট: ০৭ জানুয়ারি ২০২২ ১৫:৪৯
Share:

জয়দেব-কেঁদুলি মেলা ফাইল চিত্র ।

করোনা আবহে এ বছরের জন্য বন্ধ থাকবে বীরভূমের জয়দেব-কেঁদুলি মেলা। শুক্রবার এমনটাই জানিয়েছে বীরভূম প্রশাসন। তবে রাজ্য সরকারের করোনা বিধিনিষেধ মেনে, সামান্য সংখ্যক মানুষের পুণ্যস্নান করার ব্যবস্থা করা হবে বলেও প্রশাসন জানিয়েছে। বন্ধ থাকবে বাউলের আখড়াগুলি। প্রশাসন আরও জানিয়েছে, এ বছর রাজ্য তথা জেলা জুড়ে করোনা স্ফীতির কারণেই মেলা বন্ধের সিদ্ধান্ত নেওয়া হয়েছে ।

Advertisement

বোলপুরের মহকুমাশাসক অয়ন নাথ শুক্রবার বলেন, ‘‘সংক্রান্তির সময় হওয়া জয়দেব-কেঁদুলি মেলা আপাতত স্থগিত থাকছে। যে হেতু বোলপুর তথা বীরভূমে কোভিডের বাড়বাড়ন্ত, তাই এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে। কম সংখ্যক মানুষের স্নান হবে বলে স্থির আছে। কিন্তু পরিস্থিতি এখন দ্রুত বদলাচ্ছে। পরিস্থিতি পর্যবেক্ষণ করে রাজ্য সরকারের তরফ থেকে যে সিদ্ধান্ত নেওয়া হবে, সেই অনুযায়ী কাজ করা হবে।’’ বীরভূমের জেলাশাসক এই নির্দেশ দিয়েছেন বলেও তিনি জানান।

এ বছরের জন্য বন্ধ ঐতিহ্যবাহী জয়দেব-কেঁদুলি মেলা।

প্রত্যেক বছর মকর সংক্রান্তির দিন বীরভূমের জয়দেবে অনুষ্ঠিত হয় ঐতিহ্যবাহী জয়দেব-কেঁদুলি মেলা। মেলা উপলক্ষে প্রতি বছর লক্ষ লক্ষ মানুষ জয়দেবে ভিড় করেন। এই মেলা প্রতি বছর ভরে যায় কীর্তনীয়া, বাউল শিল্পীদের আখড়াতে। অনেক বাউলের সমাগম হয় বলে ‘বাউল মেলা’ হিসেবেও পরিচিত এই মেলাটি।

Advertisement

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement