Jadavpur University

প্রথম হাজারে ঠাঁই যাদবপুর, কলকাতার

দেশের মধ্যে যাদবপুর বিশ্ববিদ্যালয়ের স্থান ত্রয়োদশ স্থানে। দেশের মধ্যে বাইশতম স্থানে কলকাতা বিশ্ববিদ্যালয়।

Advertisement

নিজস্ব সংবাদদাতা

কলকাতা শেষ আপডেট: ১১ জুন ২০২১ ০৫:৩৭
Share:

ফাইল চিত্র।

কোয়াকুইরেলি সাইমন্ডস (কিউএস) ওয়ার্ল্ড ইউনিভার্সিটি তালিকা ২০২২ বুধবার প্রকাশিত হয়েছে। বিশ্বের সেরা ২০০টি বিশ্ববিদ্যালয়ের তালিকায় গত বছরের মতোই ভারতের তিনটি শিক্ষা প্রতিষ্ঠান বম্বে আইআইটি, দিল্লি আইআইটি এবং বেঙ্গালুরুর ইন্ডিয়ান ইনস্টিটিউট অব সায়েন্স রয়েছে। খড়্গপুর আইআইটি কয়েক ধাপ এগিয়ে ২৮০ নম্বরে উঠে এসেছে। গত বছর তারা ৩১৪ নম্বরে ছিল।

Advertisement

দেশের মধ্যে যাদবপুর বিশ্ববিদ্যালয়ের স্থান ত্রয়োদশ স্থানে। দেশের মধ্যে বাইশতম স্থানে কলকাতা বিশ্ববিদ্যালয়। প্রাদেশিক বিশ্ববিদ্যালয়গুলির মধ্যে প্রথম স্থানে পুণের সাবিত্রীদেবী ফুলে বিশ্ববিদ্যালয়। দ্বিতীয় যাদবপুর বিশ্ববিদ্যালয়। সব উচ্চশিক্ষা প্রতিষ্ঠানের মধ্যে যাদবপুর রয়েছে ৬৫১ থেকে ৭০০-র মধ্যে। কলকাতা রয়েছে ৮০১ থেকে ১০০০-এর মধ্যে। একবারে প্রথম আমেরিকার ম্যাসাচুসেটস ইনস্টিটিউট অব টেকনোলজি। দ্বিতীয় স্থানে অক্সফোর্ড বিশ্ববিদ্যালয়। যুগ্ম ভাবে তৃতীয় স্ট্যানফোর্ড এবং কেমব্রিজ বিশ্ববিদ্যালয়।

Advertisement

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement