Drugs

Crime: সাড়ে ৪ কোটি টাকার ব্রাউন সুগার উদ্ধার শিলিগুড়িতে, গ্রেফতার এক বিহারের বাসিন্দা

পুলিশের দাবি, ধৃতের গাড়ি থেকে উদ্ধার হওয়া ব্রাউন সুগার মালদহ থেকে বাগডোগরায় নিয়ে আসা হয়েছিল।

Advertisement

নিজস্ব সংবাদদাতা

শেষ আপডেট: ২৬ জুলাই ২০২২ ২০:২৯
Share:

বাগডোগরার কোথায় মাদক নিয়ে যাওয়া হচ্ছিল, তা খতিয়ে দেখছে পুলিশ। —নিজস্ব চিত্র।

শিলিগুড়ি মহকুমার এলাকা থেকে প্রায় সাড়ে চার কোটি টাকার ব্রাউন সুগার-সহ গ্রেফতার এক বিহারের বাসিন্দা। মঙ্গলবার গোপন সূত্রের খবরের ভিত্তিতে যৌথ অভিযানে নেমে ওই বিপুল পরিমাণ মাদক উদ্ধার হয় বলে জানিয়েছে পুলিশ।

Advertisement

পুলিশ সূত্রে খবর, ধৃতের নাম চন্দন কুমার (২১)। বিহারের ওই বাসিন্দার গাড়ি থেকে ২ কিলো ২৫২ গ্রাম ব্রাউন সুগার উদ্ধার হয়েছে। যার আনুমানিক বাজার মূল্য প্রায় সাড়ে চার কোটি টাকা।

মঙ্গলবার গোপন সূত্রে খবর পেয়ে বাগডোগরা সংলগ্ন এলাকায় যৌথ ভাবে তল্লাশি অভিযান চালায়। অভিযানে শিলিগুড়ি মেট্রোপলিটন পুলিশের বাগডোগরা থানার পুলিশ এবং স্পেশাল অপারেশন গ্রুপের সদস্যেরা ছিলেন। বাগডোগরা সংলগ্ন এলাকায় একটি চার চাকার গাড়ি আটক করে তল্লাশি চালিয়ে উদ্ধার হয় ব্রাউন সুগার।

Advertisement

পুলিশের দাবি, ধৃতের গাড়ি থেকে উদ্ধার হওয়া ব্রাউন সুগার মালদহ থেকে বাগডোগরায় নিয়ে আসা হয়েছিল। তবে বাগডোগরার কোথায় তা নিয়ে যাওয়া হচ্ছিল, তা খতিয়ে দেখা হচ্ছে। বুধবার ধৃতকে শিলিগুড়ি আদালতে তোলা হবে। গোটা ঘটনার তদন্তে নেমেছে বাগডোগরা থানার পুলিশ এবং স্পেশাল অপারেশন গ্রুপ।

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement