HRD

সহায়ক কর্মীদের দাবি

ওই সভায় উপস্থিত ছিলেন সিটুর রাজ্য সম্পাদক অনাদি সাহু এবং রাজ্য সভাপতি সুভাষ মুখোপাধ্যায়ও।

Advertisement

নিজস্ব সংবাদদাতা

শেষ আপডেট: ২৮ জানুয়ারি ২০২১ ০২:০৪
Share:

মানবসম্পদ উন্নয়ন সহায়ক ইউনিয়নের আউটরাম ঘাটে জমায়েত। —নিজস্ব চিত্র।

ভাতা বৃদ্ধি ও অন্যান্য দাবিতে বিধাননগরে ৩২ দিন ধরে অবস্থান চালাচ্ছেন মানবসম্পদ উন্নয়ন সহায়কেরা। এ বার কলকাতায় সমাবেশ করে তাঁরা বিধানসভায় দাবি জানিয়ে গেলেন। আউটরাম ঘাটের কাছে বুধবার মানবসম্পদ উন্নয়ন সহায়ক কর্মী ইউনিয়নের সমাবেশে গিয়ে বিরোধী দলনেতা আব্দুল মান্নান, বাম পরিষদীয় নেতা সুজন চক্রবর্তী, বিধায়ক তন্ময় ভট্টাচার্যেরা আশ্বাস দেন, বিধানসভার অধিবেশনে সুযোগ পেলে তাঁদের দাবির কথা তুলবেন। ওই সভায় উপস্থিত ছিলেন সিটুর রাজ্য সম্পাদক অনাদি সাহু এবং রাজ্য সভাপতি সুভাষ মুখোপাধ্যায়ও। পরে শিক্ষামন্ত্রী পার্থ চট্টোপাধ্যায়ের কাছে দাবিপত্র দেওয়া হয়েছে সংগঠনের তরফে।

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement