Car Accident

প্রাণ বাঁচানোর এয়ারব্যাগই প্রাণ কাড়ল ৬ বছরের শিশুর! বাবার গাড়িতে ফুচকা খেতে বেরিয়ে দুর্ঘটনা

রবিবার সন্ধ্যায় হর্ষ মাওজি আরেথিয়া নামে এক খুদে বাবার সঙ্গে বেড়াতে বেরিয়েছিল মুম্বইয়ে। গাড়িতে ছিল তুতো ভাইবোনেরা।

Advertisement

আনন্দবাজার অনলাইন ডেস্ক

শেষ আপডেট: ২৫ ডিসেম্বর ২০২৪ ১১:৪০
Share:

(বাঁ দিকে) হর্স মাওজি আরেথিয়া। দুর্ঘটনায় ক্ষতিগ্রস্ত গাড়ি (ডান দিকে)। ছবি: সংগৃহীত।

বাবার গাড়িতে চেপে ভাইবোনদের সঙ্গে ফুচকা খেতে বেরিয়েছিল মুম্বইয়ের এক খুদে। অন্য একটি গাড়ির সঙ্গে সংঘর্ষে মৃত্যু হল বছর ছয়ের ওই শিশুর। দুর্ঘটনার তদন্তে নেমে পুলিশ জানিয়েছে, গাড়িটির এয়ারব্যাগের চাপে মারা গিয়েছে খুদে।

Advertisement

রবিবার সন্ধ্যায় হর্ষ মাওজি আরেথিয়া নামে এক খুদে বাবার সঙ্গে বেড়াতে বেরিয়েছিল মুম্বইয়ে। গাড়িতে ছিল তুতো ভাইবোনেরা। গাড়িটি চালাচ্ছিলেন শিশুটির বাবা। চালকের পাশের আসনে বসেছিল হর্ষ । আচমকা সামনে একটি গাড়ি নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার পাশে ধাক্কা মারে। হর্সদের গাড়িটিতেও ধাক্কা মারে দুর্ঘটনাগ্রস্ত গাড়িটি। পুলিশ জানিয়েছে, সংঘাতের তীব্রতা এতটাই ছিল যে, গাড়িতে থাকা বেলুনের আকারের এয়ারব্যাগ দ্রুত খুলে যায়। তার ভার সামলাতে পারেনি গাড়ির সামনের আসনে বসা খুদে। এয়ারব্যাগের ঝাপটাতেই মারা যায় সে।

হর্ষকে নিয়ে যাওয়া হয়েছিল স্থানীয় হাসপাতালে। চিকিৎসকেরা তাঁর শরীরে কোনও আঘাতের চিহ্ন পাননি। তাঁদের মতে, ‘পলিট্রমা শক’-এর কারণে বাচ্চাটি মারা গিয়েছে। পুলিশ দুর্ঘটনাগ্রস্ত গাড়িটি পরীক্ষা করে দেখে তার বনেট থেবড়ে গিয়েছে। উইন্ডস্ক্রিনে ফাটল। যে গাড়িটি ডিভাইডারে ধাক্কা মারে, তার চালক গ্রেফতার হয়েছেন।

Advertisement

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement