শ্রীরামপুর স্টেশনের কাছে পড়ে আছেন এই মহিলাই। —নিজস্ব চিত্র
দিন পনেরো ধরে শ্রীরামপুর স্টেশনের কাছে রাস্তার ধারে পড়ে রয়েছেন এক বৃদ্ধা। স্থানীয় বাসিন্দারা জানান, তাঁকে টোটো করে নামিয়ে দিয়ে যাওয়া হয়েছিল। বিভিন্ন ক্লাব-সংগঠন এবং স্থানীয় বাসিন্দাদের উদ্যোগে ওই এলাকায় গরিব, অসহায় মানুষজনকে রান্না করা খাবার দেওয়া হয়।
সেখানে খেতে আসা তিন মহিলা বৃদ্ধার দেখাশোনা করছেন। তাঁকে স্নান করিয়ে, খাইয়ে দিচ্ছেন।
স্থানীয় কিছু মানুষ তাঁর খোঁজখবর নিচ্ছেন। রাতে মশার কামড় থেকে বাঁচতে তাঁকে মশারি দেওয়া হয়েছে। তিনি নিজের নাম বলছেন জাফরি দেবী। এ ছাড়া আর দু’একটি শব্দ উচ্চারণ করছেন। সমীর সাহা নামে স্থানীয় এক বাসিন্দা বলেন, ‘‘ওই বৃদ্ধার স্মৃতিশক্তির সমস্যা আছে বলে মনে হচ্ছে। ছেলেমেয়েকে খুঁজছেন। একা থাকলে কান্নাকাটি করছেন। ওঁর পুনর্বাসন দরকার। এই বিষয়ে সপ্তাহখানেক আগে থানায় গেলেও সাহায্য পাইনি।’’ তবে বৃহস্পতিবার পুলিশ ওই বৃদ্ধার বিষয়ে খোঁজ নিয়েছে বলে তিনি জানান।