ঋতব্রত বন্দ্যোপাধ্যায়। —ফাইল চিত্র।
মমতা বন্দ্যোপাধ্যায় সবচেয়ে বড় বামপন্থী। এমনটাই মনে করেন তৃণমূল নেতা ঋতব্রত বন্দ্যোপাধ্যায়। রবিবার চুঁচুড়ায় একটি দলীয় অনুষ্ঠানে গিয়ে এমনই মন্তব্য করেছেন তিনি। যদিও প্রাক্তন বাম সাংসদের এ হেন তুলনা শুনে খাপ্পা সিপিএম। এমন উপলব্ধি নিয়ে কটাক্ষ করেছে বামশিবির।
রবিবার চুঁচুড়ার রবীন্দ্রভবনে দলের শ্রমিক সংগঠন আইএনটিটিইউসি-র কর্মী সম্মেলনে উপস্থিত ছিলেন ঋতব্রত। তিনি তৃণমূলের শ্রমিক সংগঠনটির রাজ্য সভাপতিও বটে। সেখানে ঋতব্রত বলেন, ‘‘বামপন্থা কোনও রবার স্ট্যাম্প নয়। বামপন্থা একটি মতবাদ। বাংলার মানুষ মনে করছেন, মমতা বন্দ্যোপাধ্যায় সবচেয়ে বড় বামপন্থী। তাই তাঁকে সমর্থন করছেন।’’ এর পাশাপাশি ত্রিপুরার পুর নির্বাচন নিয়ে ঋতব্রতর মত, ‘‘ভোটের নামে প্রহসন হয়েছে। তা সত্ত্বেও দেখা যাচ্ছে, ভয়, ভীতি উপেক্ষা করে মানুষ তৃণমূলকে ভোট দিয়েছেন।’’
ঋতব্রত মমতাকে ‘বামপন্থী’ আখ্যা দেওয়ায় ক্ষুব্ধ সিপিএম। কটাক্ষের সুরে দলের হুগলি জেলা সম্পাদক দেবব্রত ঘোষ বলেন, ‘‘ঋতব্রত বন্দ্যোপাধ্যায় বলেছেন তাও ভাল, এর পর কোনও দিন দিলীপ ঘোষ হয়তো বলবেন নরেন্দ্র মোদী সব থেকে বড় বামপন্থী।’’