Second Hooghly Bridge

দ্বিতীয় হুগলি সেতু থেকে গঙ্গায় ঝাঁপ দেওয়ার চেষ্টা! মহিলাকে উদ্ধার করে থানায় নিয়ে গেল পুলিশ

প্রত্যক্ষদর্শীদের তরফে জানা গিয়েছে, শনিবার বিকেলে এক মহিলা হঠাৎই দ্বিতীয় হুগলি সেতুতে চলে আসেন। তার পর অনেক ক্ষণ রেলিং ধরে দাঁড়িয়ে থাকতে দেখা যায় তাঁকে।

Advertisement

আনন্দবাজার অনলাইন সংবাদদাতা

শেষ আপডেট: ০৩ অগস্ট ২০২৪ ১৭:৫৯
Share:

দ্বিতীয় হুগলি সেতু থেকে ঝাঁপ দেওয়ার চেষ্টা মহিলার। —নিজস্ব চিত্র

দ্বিতীয় হুগলি সেতু থেকে গঙ্গায় ঝাঁপ দেওয়ার চেষ্টা এক মহিলার। শনিবার বিকেলের এই ঘটনায় ওই মহিলাকে উদ্ধার করে থানায় নিয়ে গিয়েছে পুলিশ। তাঁর নাম-পরিচয় জানার চেষ্টা চলছে।

Advertisement

প্রত্যক্ষদর্শীদের তরফে জানা গিয়েছে, শনিবার বিকেলে এক মহিলা হঠাৎই সেতুর মাঝে চলে আসেন। তার পর অনেক ক্ষণ রেলিং ধরে দাঁড়িয়ে থাকতে দেখা যায় তাঁকে। এই দৃশ্য দেখে পুলিশকে খবর দেওয়া হয়। ঘটনাস্থলে আসে হেস্টিংস থানার পুলিশ। ওই মহিলাকে উদ্ধার করে হেস্টিংস থানায় নিয়ে যাওয়া হয়। পুলিশের অনুমান, গঙ্গায় ঝাঁপ দিয়ে আত্মহত্যার চেষ্টা করছিলেন ওই মহিলা। কী কারণে তিনি দ্বিতীয় হুগলি সেতুতে এসেছিলেন, তা জানার চেষ্টা করছে পুলিশ।

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement