হোসে মোলিনা। —ফাইল চিত্র।
নতুন বছরের শুরুতেই ঘরের মাঠে খেলতে নামবে মোহনবাগান। প্রতিপক্ষ হায়দরাবাদ এফসি। সেই ম্যাচের পাঁচ দিন আগে চাপ বাড়ল মোহনবাগানের। বেঙ্গালুরু এফসির জয় তাদের স্বস্তি কমাল।
শনিবার চেন্নাইয়িন এফসির বিরুদ্ধে ম্যাচ ছিল বেঙ্গালুরুর। ৪-২ গোলে সেই ম্যাচ জিতল বেঙ্গালুরু। তাদের প্রথমে এগিয়ে দেন রায়ান উইলিয়ামস। প্রথমার্ধে ১৬ মিনিটের মাথায় গোল করেন তিনি। ১৯ মিনিটে অবশ্য সমতা ফেরান ইরফান ইয়াদওয়াদ। প্রথমার্ধের শেষ দিকে আবার এগিয়ে যায় বেঙ্গালুরু। ৪৩ মিনিটের মাথায় উইলিয়ামসের ক্রস থেকে গোল করেন সুনীল ছেত্রী। প্রথমার্ধের সংযুক্তি সময়ে আবার সমতা ফেরায় চেন্নাইয়িন। এ বার গোল করেন লালরিনলিয়ান নামতে। এই গোলের ক্ষেত্রে অবশ্য দায়ী বেঙ্গালুরুর গোলরক্ষক গুরপ্রীত সিংহ সান্ধু।
দ্বিতীয়ার্ধে ৬৮ মিনিটের মাথায় নিজের দ্বিতীয় ও দলের তৃতীয় গোল করেন উইলিয়ামস। তার পরেও ফিরতে পারত চেন্নাইয়িন। কিন্তু ৮২ মিনিটের মাথায় লালডিনলিয়ানা রেন্থলেইয়ের আত্মঘাতী গোল তাদের আর ফেরার সুযোগ দেয়নি। শেষ পর্যন্ত ৪-২ গোলে জিতে মাঠ ছাড়ে বেঙ্গালুরু।
এই জয়ের পর বেঙ্গালুরুর পয়েন্ট ১৩ ম্যাচে ২৭। পয়েন্ট তালিকায় দ্বিতীয় স্থানে তারা। শীর্ষে থাকা মোহনবাগানের পয়েন্ট ১৩ ম্যাচে ২৯। অর্থাৎ, সমান ম্যাচ খেলে বাগানের থেকে ২ পয়েন্ট পিছিয়ে বেঙ্গালুরু। ২ জানুয়ারি হায়দারাবাদের বিরুদ্ধে বাগান পয়েন্ট নষ্ট করলেই বেঙ্গালুরুর সুযোগ থাকবে তাদের ছুঁয়ে ফেলার। সেই কারণে নতুন বছরের শুরুতে নিজেদের ঘরের মাঠে নামার আগে কিছুটা হলেও চাপে থাকবে সবুজ-মেরুন।