Pune School

সহকর্মীদের সঙ্গে সমুদ্রের ধারে পিকনিকে গিয়ে ভেসে গেলেন প্রধান শিক্ষক!

মৃত ওই শিক্ষকের নাম ধর্মেন্দ্র দেশমুখ (৫৬)। তিনি মহাত্মা জ্যোতিরাও হাইস্কুলের প্রধান শিক্ষক পদে নিযুক্ত ছিলেন। শুক্রবার দুপুরে বনভোজনের পর সহকর্মীদের সঙ্গে জলে নেমেছিলেন ধর্মেন্দ্র। তখনই দুর্ঘটনাটি ঘটে।

Advertisement

আনন্দবাজার অনলাইন ডেস্ক

শেষ আপডেট: ২৮ ডিসেম্বর ২০২৪ ২১:৪৯
Share:
সমুদ্রে নেমে জলের তোড়ে ভেসে গেলেন স্কুলের প্রধান শিক্ষক!

সমুদ্রে নেমে জলের তোড়ে ভেসে গেলেন স্কুলের প্রধান শিক্ষক! — প্রতিনিধিত্বমূলক চিত্র।

সহকর্মীদের সঙ্গে সমুদ্রসৈকতে পিকনিকে গিয়েছিলেন। সাঁতার কাটতে নেমে জলের তোড়ে ভেসে গেলেন স্কুলের প্রধান শিক্ষক! শুক্রবার সন্ধ্যায় মহারাষ্ট্রের পুণেয় ঘটনাটি ঘটেছে। প্রধান শিক্ষকের মৃত্যুতে শোকের ছায়া নেমেছে পুণের ওই স্কুলে।

Advertisement

শনিবার পুলিশের তরফে জানানো হয়েছে, বড়দিন ও বর্ষশেষের ছুটিতে শুক্রবার পুণের হাভেলি তালুকের এক স্কুলের শিক্ষকেরা মিলে মহারাষ্ট্রের রায়গড় জেলার কাশিদ সমুদ্রসৈকতে পিকনিকে গিয়েছিলেন। দলে ছিলেন ১১ জন শিক্ষক। সেখানেই সাঁতার কাটতে নেমে জলে ডুবে মৃত্যু হয় ওই শিক্ষকের। মৃত ওই শিক্ষকের নাম ধর্মেন্দ্র দেশমুখ (৫৬)। তিনি মহাত্মা জ্যোতিরাও হাইস্কুলের প্রধান শিক্ষক পদে নিযুক্ত ছিলেন। শুক্রবার দুপুরে বনভোজনের পর সহকর্মীদের সঙ্গে জলে নেমেছিলেন ধর্মেন্দ্র। তখনই দুর্ঘটনাটি ঘটে। জলের তোড়ে ভেসে যান তিনি।

মুরুদ থানার এক আধিকারিক জানিয়েছেন, দীর্ঘ ক্ষণ খোঁজাখুঁজির পর শিক্ষক এবং সৈকতে উপস্থিত উদ্ধারকারী দলের যৌথ প্রচেষ্টায় জল থেকে ধর্মেন্দ্রর অসাড় দেহ উদ্ধার করা হয়। সহকর্মীরাই তড়িঘড়ি তাঁকে বোরলির প্রাথমিক স্বাস্থ্য কেন্দ্রে নিয়ে যান। সেখান থেকে তাঁকে আলিবাগ সিভিল হাসপাতালে স্থানান্তরিত করা হয়। কিন্তু শেষ রক্ষা হয়নি। সেখানে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাঁকে মৃত বলে ঘোষণা করেন।

Advertisement

ঘটনার পর শোকের ছায়া নেমে এসেছে পুণের ওই স্কুলে। ঘটনায় একটি দুর্ঘটনাজনিত মৃত্যুর মামলা নথিভুক্ত করা হয়েছে। মৃতের দেহটি ময়নাতদন্তের জন্য পাঠানো হয়েছে। কী ভাবে ওই দুর্ঘটনা ঘটল, তা খতিয়ে দেখছে পুলিশ।

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement