IT

ভোর থেকে আয়কর হানা হুগলির হিন্দমোটরে, আবাসনে পর পর গাড়ি দেখে বিস্মিত বাসিন্দারা

হিন্দমোটরের সুমঙ্গল রিজেন্সি নামে একটি আবাসনের বাসিন্দা রাজেশ ঢনঢনিয়া নামে এক ব্যক্তি। তাঁর ফ্ল্যাটে বুধবার হানা দেন আয়কর আধিকারিকরা।

Advertisement

নিজস্ব সংবাদদাতা

শেষ আপডেট: ৩০ নভেম্বর ২০২২ ১৭:১৭
Share:

হিন্দমোটরের একটি আবাসনে আয়কর হানা। — নিজস্ব চিত্র।

আয়কর হানা হুগলির হিন্দমোটরের একটি আবাসনে। স্থানীয় বাসিন্দাদের সূত্রে জানা গিয়েছে, বুধবার ভোরবেলায় হিন্দমোটরের ওই আবাসনে হানা দেন আয়কর আধিকারিকরা। তার পর থেকে জারি রয়েছে তল্লাশি অভিযান।

Advertisement

হিন্দমোটরের নিউ স্টেশন রোডে রয়েছে সুমঙ্গল রিজেন্সি নামে একটি আবাসন। স্থানীয় বাসিন্দাদের সূত্রে জানা গিয়েছে, ওই আবাসনের দোতলায় থাকেন রাজেশ ঢনঢনিয়া নামে এক ব্যক্তি। তাঁর ফ্ল্যাটে বুধবার হানা দেন আয়কর আধিকারিকরা। ৩টি গাড়ি চড়ে ৯ জন আধিকারিক পৌঁছন ওই আবাসনে। শুরু হয় তল্লাশি অভিযান। স্থানীয় বাসিন্দাদের সূত্রে আরও জানা গিয়েছে, বেশ কিছু ক্ষণ পর ২টি গাড়ি বেরিয়ে যায়। আবার একটি প্রিন্টার নিয়ে ফিরে ওই ফ্ল্যাটে ফিরে যান আধিকারিকরা।

আবাসনের বাসিন্দাদের সূত্রে জানা গিয়েছে, ওই ফ্ল্যাটের বাসিন্দা রাজেশের নানা নথিপত্র খতিয়ে দেখছেন আয়কর আধিকারিকরা। রাজেশ একটি সংস্থার উচ্চপদস্থ কর্তা। দীর্ঘ তল্লাশির মাঝেই দুপুরের খাবারও আনাতে দেখা গিয়েছে আয়কর আধিকারিকদের। আবাসনে আয়কর হানা ঘিরে এলাকায় চাঞ্চল্য দেখা দিয়েছে। এমন ঘটনায় বিস্মিত বাসিন্দের একটি অংশ।

Advertisement

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement