পঞ্চায়েত অফিসে আগুন। — নিজস্ব চিত্র।
পঞ্চায়েতে অফিসে আগুন লেগে পুড়ে ছাই হয়ে গেল কম্পিউটার এবং নথি। শুক্রবার এই ঘটনা ঘটেছে হুগলির খানাকুল এক নম্বর ব্লকের অরুন্ডা গ্রাম পঞ্চায়েতে। কী কারণে আগুন লাগল তা খতিয়ে দেখা হচ্ছে।
শুক্রবার সকালে অরুন্ডা গ্রাম পঞ্চায়েত থেকে গলগল করে ধোঁয়া বেরোতে দেখেন স্থানীয় বাসিন্দারা। তাঁরা প্রাথমিক ভাবে আগুন নেভানোর চেষ্টা করেন। খবর দেওয়া হয় দমকলেও। আরামবাগ থেকে ঘটনাস্থলে পৌঁছয় দমকল। দমকল কর্মীরা কিছু ক্ষণের চেষ্টায় নিয়ন্ত্রণে আনেন আগুন। খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছয় খানাকুল থানার পুলিশ। পৌঁছন প্রশাসনিক আধিকারিকেরাও।
কী কারণে আগুন লাগল তা খতিয়ে দেখা হচ্ছে। অবশ্য পঞ্চায়েত সূত্রে জানা গিয়েছে, বৃহস্পতিবার রাতে ঝড়বৃষ্টি এবং বজ্রপাতের জেরে এলাকায় শর্ট সার্কিট হয়ে যায়। তার জেরে আগুন লেগে থাকতে পারে বলেও মনে করা হচ্ছে। অগ্নিকাণ্ডের জেরে দফতরের বেশ কিছু নথি এবং কম্পিউটার পুড়ে গিয়েছে বলেও পঞ্চায়েত সূত্রে জানা গিয়েছে।