কলকাতা-সহ দক্ষিণবঙ্গের সর্বত্র গরম বাড়তে চলেছে। —ফাইল চিত্র।
দক্ষিণবঙ্গের জেলাগুলিতে গরম আরও বৃদ্ধি পেতে চলেছে। আগামী কয়েক দিন প্রায় সব জেলাতেই তাপমাত্রা স্বাভাবিকের চেয়ে বেশ খানিকটা উপরে থাকবে বলে জানিয়েছে আলিপুর আবহাওয়া দফতর। তবে বিক্ষিপ্ত ভাবে বৃষ্টির সম্ভাবনা রয়েছে উত্তরবঙ্গে। যদিও সার্বিক ভাবে তাতে তাপমাত্রার খুব একটা হেরফের হবে না।
কলকাতা-সহ দক্ষিণবঙ্গে আপাতত কোথাও বৃষ্টির সম্ভাবনা নেই। সর্বত্র আবহাওয়া থাকবে শুকনো। হাওয়া অফিসের পূর্বাভাস, আগামী ২৪ ঘণ্টায় দিনের তাপমাত্রা দুই থেকে চার ডিগ্রি পর্যন্ত বৃদ্ধি পাবে দক্ষিণবঙ্গের বিভিন্ন জেলায়। স্বাভাবিকের চেয়ে তাপমাত্রা থাকবে অন্তত চার ডিগ্রি উপরে। দক্ষিণবঙ্গের জেলাগুলিতে গরমের অস্বস্তি অনুভূত হবে সপ্তাহভর।
উত্তরবঙ্গেও গরম বাড়তে চলেছে। শুধু চারটি জেলায় বৃষ্টির সম্ভাবনা রয়েছে। দার্জিলিং, কালিম্পঙে বজ্রবিদ্যুৎ-সহ বিক্ষিপ্ত বৃষ্টি হতে পারে শুক্রবার। রবিবার পর্যন্ত পাহাড়ি এলাকায় বিক্ষিপ্ত বৃষ্টি চলবে। এ ছাড়া, জলপাইগুড়ি এবং আলিপুরদুয়ারের কোথাও কোথাও শুক্রবার এবং শনিবার বৃষ্টি হতে পারে। উত্তরের আর কোথাও আপাতত বৃষ্টির সম্ভাবনা নেই। শুকনো আবহাওয়ায় আগামী ২৪ ঘণ্টায় সব জেলাতেই তাপমাত্রা দুই থেকে তিন ডিগ্রি বাড়তে পারে।
চৈত্রের শুরু থেকেই বসন্তের আমেজকে দূরে সরিয়ে ঝাঁজ বাড়িয়েছিল গরম। মাঝে বঙ্গোপসাগর থেকে জলীয় বাষ্প রাজ্যে ঢুকে কয়েক দিনের স্বস্তি এনে দিয়েছিল। উত্তর থেকে দক্ষিণে বিক্ষিপ্ত ভাবে ঝড়বৃষ্টি হয়েছে। ভিজেছে কলকাতাও। কিন্তু তার পর আবার তাপমাত্রা বাড়তে শুরু করেছে। আপাতত রাজ্যে বৃষ্টির অনুকূল পরিস্থিতি নেই বলে জানাচ্ছেন আবহবিদেরা।
শুক্রবার কলকাতার সর্বনিম্ন তাপমাত্রা ছিল ২৬.৩ ডিগ্রি সেলসিয়াস, স্বাভাবিকের চেয়ে ১.৩ ডিগ্রি বেশি। বৃহস্পতিবার দিনের সর্বোচ্চ তাপমাত্রা হয়েছিল ৩৫.১ ডিগ্রি সেলসিয়াস, যা প্রায় স্বাভাবিক।