West Bengal Municipal Election 2022

Howrah-Bally bill: হাওড়া-বালি বিলে মঙ্গলবারই সই করে দেবেন রাজ্যপাল, মনে করছে নবান্ন

গত নভেম্বর মাসেই বাংলার বিধানসভার শীতকালীন অধিবেশেনে হাওড়া-বালি পুরসভার বিভাজন প্রস্তাব সর্বসম্মতিক্রমে পাশ হয়ে যায়।

Advertisement

নিজস্ব সংবাদদাতা

কলকাতা শেষ আপডেট: ২৮ ডিসেম্বর ২০২১ ১৮:৫৭
Share:

মমতা বন্দ্যোপাধ্যায় এবং জগদীপ ধনখড়। —ফাইল চিত্র।

রাজ্যপাল বিলে স্বাক্ষর না করায় হাওড়া পুরসভার ভোট ঘোষণা করতে পারেনি রাজ্য নির্বাচন কমিশন। কিন্তু মঙ্গলবার এ বিষয়ে রাজভবনের তরফে আশার আলো দেখতে শুরু করেছে নবান্ন। সূত্রের খবর, হাওড়া বিলে সই করা নিয়ে গড়িমসি করলেও, শেষ পর্যন্ত রাজ্যপাল জগদীপ ধনখড় ছাড়পত্র দিয়ে দিতে পারেন। এমনটাই জানতে পেরেছে নবান্ন। যদিও, রাজ্যপাল সস্ত্রীক দার্জিলিং গিয়েছেন। সেখানে থেকেই রাজ্যপাল এই বিলে সই করতে পারেন। এমনটাই মনে করছে নবান্ন। মঙ্গলবারের মধ্যে রাজ্যপাল বিলে স্বাক্ষর করলেই হাওড়ায় পুরভোট করতে আর কোনও অসুবিধা থাকবে না রাজ্য নির্বাচন কমিশনের।

Advertisement

নভেম্বর মাসে বিধানসভার শীতকালীন অধিবেশেনে হাওড়া-বালি পুরসভার বিভাজন প্রস্তাব সর্বসম্মতিক্রমে পাশ হয়ে যায়। পরে হাওড়াকে পৃথক পুরসভা করতে সংশোধনী বিল পাশ করে রাজ্য সরকার। বিলটি রাজ্যপালের স্বাক্ষরের জন্য পাঠানো হয় রাজভবনে। কিন্তু রাজ্যপাল অভিযোগ করেছিলেন, তিনি বার বার চাওয়া সত্ত্বেও বিলটি সবিস্তার তাঁকে জানানো হয়নি। ফলে তাঁর পক্ষে স্বাক্ষর করা সম্ভব হচ্ছে না। এমন টানাপড়েনের মধ্যেই দার্জিলিং চলে গিয়েছেন তিনি। উত্তরবঙ্গে গিয়েও হাওড়া বিল নিয়ে রাজ্য সরকারের অবস্থানকে আক্রমণ করেছেন রাজ্যপাল।

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement