আপাতত হাসপাতালেই নিভৃতবাসে মহারাজ। ফাইল ছবি।
করোনা আক্রান্ত হয়ে আলিপুরের বেসরকারি হাসপাতালে ভর্তি বিসিসিআই প্রেসিডেন্ট তথা প্রাক্তন ভারতীয় অধিনায়ক সৌরভ গঙ্গোপাধ্যায়। পরিবার সূত্রে খবর, সৌরভ কেমন আছেন জানতে চেয়ে ফোন করেছিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। যে কোনও দরকারে তাঁর সঙ্গে যোগাযোগ করার কথা জানিয়েছেন মুখ্যমন্ত্রী। পাশাপাশি সৌরভের অবস্থা জানতে চেয়ে বার্তা আসে অমিতাভ বচ্চনের কাছ থেকেও। বিসিসিআই সভাপতি কেমন আছেন জানতে চাওয়া হয়েছে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর কার্যালয় থেকেও। চিকিৎসকেরা জানিয়েছেন, তাঁর অবস্থা স্থিতিশীল।
সোমবার থেকেই তাঁকে অ্যান্টিবডি ককটেল থেরাপি দেওয়া হচ্ছে। আপাতত দক্ষিণ কলকাতার হাসপাতালেই নিভৃতবাসে থাকবেন সৌরভ। হাসপাতাল সূত্রে খবর, সৌরভ করোনা আক্রান্ত হলেও তাঁর মধ্যে কোভিডের কোনও উপসর্গ নেই।