Majid Menon

শরদ পওয়ারের দল এনসিপি ছেড়ে প্রাক্তন সাংসদ মজিদ মেনন যোগ দিলেন তৃণমূলে

মঙ্গলবারই তৃণমূলের তরফে ঘোষণা করা হয়েছিল যে একজন বড় মাপের রাজনৈতিক ব্যক্তিত্ব তৃণমূলে যোগ দিতে চলেছেন।

Advertisement

নিজস্ব সংবাদদাতা

শেষ আপডেট: ১৪ ডিসেম্বর ২০২২ ১৪:৫৩
Share:

বুধবার দিল্লিতে ডেরেক ও ব্রায়েন ও সৌগত রায়ের উপস্থিতিতে এনসিপি ভেঙে তৃণমূলে যোগ দিলেন মজিদ মেনন। ছবি: সংগৃহীত।

শরদ পওয়ারের দল এনসিপি ছেড়ে প্রাক্তন সাংসদ মজিদ মেনন যোগ দিলেন তৃণমূলে। বুধবার দিল্লিতে তৃণমূলের রাজ্যসভার দলনেতা ডেরেক ও’ব্রায়েন ও দমদমের প্রবীণ সাংসদ সৌগত রায়ের উপস্থিতিতে তিনি যোগ দিলেন বাংলার শাসকদলে। মঙ্গলবারই তৃণমূলের তরফে ঘোষণা করা হয়েছিল যে, একজন বড় মাপের রাজনৈতিক ব্যক্তিত্ব তৃণমূলে যোগ দিতে চলেছেন। বুধবার মহারাষ্ট্রের এই নেতাকে তৃণমূলে যোগদান করানো হল।

Advertisement

২০১৪-২০২০ সাল পর্যন্ত মহারাষ্ট্র থেকে শরদ পাওয়ারের দল ন্যাশালিস্ট কংগ্রেস পার্টির টিকিটে রাজ্যসভার সাংসদ হয়েছিলেন মজিদ। ওই সময় আইন মন্ত্রকের স্ট্যান্ডিং কমিটির সদস্যও ছিলেন তিনি। সংসদে মোদী সরকারের তীব্র সমালোচক হিসাবে জাতীয় রাজনীতিতে পরিচিত এই নেতা। কিন্তু হঠাৎ মজিদ কেন তৃণমূলে যোগ দিলেন, তা নিয়ে জাতীয় রাজনীতিতে কৌতূহল তৈরি হয়েছে। এনসিপি ছেড়ে আচমকা তৃণমূলে যোগদান প্রসঙ্গে মজিদ বলেন, ‘‘দেশের গণতন্ত্র ও সংবিধান রক্ষার করার জন্য বিজেপিকে হারাতে হবে। তৃণমূল যে ভাবে মমতা বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বে বিজেপিকে রুখে দিয়েছে, তা প্রশংসনীয়। তাই আমার মনে হয় ২০২৪ সালে তাঁর নেতৃত্বেই আমরা বিজেপিকে সরাতে পারব। তাই তাঁর এমন লড়াই থেকে অনুপ্রেরণা নিয়েই তৃণমূলে যোগ দিলাম।’’ তিনি আরও বলেন, ‘‘আমি এনসিপিতে কারও সঙ্গে ঝগড়া বা মনোমালিন্যের কারণে দল ছাড়িনি। শরদ পওয়ার ও মমতা একই লক্ষ্য নিয়ে রাজনীতি করছেন। আমি এ বার মমতার হয়ে বিজেপির বিরুদ্ধে লড়াই করব।’’

কিন্তু প্রশ্ন ওঠে এনসিপিতে মনোনয়ন না পেয়েই, তিনি কি রাজ্যসভার টিকিট পেতে তৃণমূলে এসেছেন? এমন প্রশ্নের জবাবে মজিদ বলেন, ‘‘এ বিষয়ে আমি কিছুই বলব না। যা সিদ্ধান্ত নেওয়ার দল জানাবে। আমি লোভ বা অন্য কোনও কারণে তৃণমূলে যোগ দিইনি। আমি একজন সৈনিক হিসেবে যোগদান করেছি। নেতা যেমন নির্দেশ দেবেন, তেমনই চলব।’’

Advertisement

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement