DA Case

ডিএ মামলার শুনানি পিছিয়ে গেল সুপ্রিম কোর্টে, বেঞ্চ থেকে সরলেন বিচারপতি দীপঙ্কর দত্ত

বেঞ্চ থেকে সরে দাঁড়ালেন বিচারপতি দীপঙ্কর দত্ত। ফলে নতুন করে বেঞ্চ পুনগর্ঠিত না হওয়া পর্যন্ত মামলাটির শুনানি স্থগিত থাকবে। জানুয়ারির তৃতীয় সপ্তাহে এই মামলার শুনানি হতে পারে।

Advertisement

নিজস্ব সংবাদদাতা

শেষ আপডেট: ১৪ ডিসেম্বর ২০২২ ১৩:৪৮
Share:

সুপ্রিম কোর্ট। ফাইল চিত্র।

সুপ্রিম কোর্টে পিছিয়ে গেল ডিএ মামলার শুনানি। বুধবার বিচারপতি দীপঙ্কর দত্ত এবং হৃষিকেশ রায়ের বেঞ্চে মামলাটির শুনানি হওয়ার কথা ছিল। কিন্তু বেঞ্চ থেকে সরে দাঁড়ান কিছু দিন আগেই সুপ্রিম কোর্টে বিচারপতি হিসেবে যোগ দেওয়া দীপঙ্কর দত্ত। ফলে নতুন করে বেঞ্চ পুনগর্ঠিত না হওয়া পর্যন্ত মামলাটির শুনানি স্থগিত থাকবে। জানুয়ারির তৃতীয় সপ্তাহে এই মামলার শুনানি হতে পারে।

Advertisement

এত দিন ডিএ সংক্রান্ত মামলাটি শুনছিল বিচারপতি দীনেশ মাহেশ্বরী এবং হৃষিকেশ রায়ের বেঞ্চ। কিন্তু পরে বেঞ্চ পুনর্গঠিত হয়। বিচারপতি দত্ত এবং রায় মামলাটি শুনবেন বলে শীর্ষ আদালতের তরফে জানানো হয়। এর আগের শুনানিতে রাজ্য সরকার সওয়াল করেছিল যে, বকেয়া ডিএ দিতে গেলে রাজ্যের ঘাড়ে বিপুল বোঝা চাপবে।

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement