CPM

প্রয়াত রাজ্যের প্রাক্তন মন্ত্রী সুদর্শন রায়চৌধুরী

বুদ্ধদেব ভট্টাচার্য সরকারের উচ্চশিক্ষা দফতরের মন্ত্রী ছিলেন তিনি। দীর্ঘ দিন জাঙ্গিপাড়ার বিধায়ক ছিলেন।

Advertisement

নিজস্ব সংবাদদাতা

শেষ আপডেট: ৩১ জুলাই ২০২১ ২২:১৯
Share:

ফাইল ছবি

প্রয়াত হলেন রাজ্যের প্রাক্তন মন্ত্রী ও প্রবীণ সিপিএম নেতা সুদর্শন রায়চৌধুরী। তাঁর বয়স হয়েছিল ৭৫ বছর। শনিবার সকালে হঠাৎই জ্বর আসে। তার পর তাঁকে উত্তরপাড়ার একটি বেসরকারি হাসপাতালে নিয়ে যাওয়া হয়। ৮.৩০ নাগাদ হাসপাতালেই শেষ নিশ্বাস ত্যাগ করেন তিনি। খবর পেয়ে উপস্থিত হন জেলা সিপিএম নেতৃত্ব।

Advertisement

ছাত্রজীবন থেকে বামপন্থী রাজনীতির সঙ্গে যুক্ত ছিলেন সুদর্শন। ১৯৮৯ সালে প্রথম বার লোকসভা ভোটে দাঁড়িয়ে শ্রীরামপুর সাংসদ হয়েছিলেন তিনি। ১৯৯১ সালে দ্বিতীয় বার জিতেছিলেন তিনি। ১৯৯৬ সালে তিনি লোকসভা ভোটে পরাজিত হন প্রদীপ ভট্টাচার্যের কাছে। তার পরেও বার কয়েক ভোটে দাঁড়িয়ে পরাজিত হন তিনি। ২০০৬ সালে জাঙ্গিপাড়া থেকে বিধানসভা ভোটে দাঁড়ান। সে বার জিতে বুদ্ধদেব ভট্টাচার্যের সরকারের উচ্চশিক্ষা দফতরের মন্ত্রী হন তিনি। হুগলি জেলা কমিটির সম্পাদক ছিলেন।

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement