ইনস্টিটিউট অফ পোস্ট গ্র্যাজুয়েট মেডিক্যাল এডুকেশন অ্যান্ড রিসার্চ (আইপিজিএমইআর), কলকাতা। ছবি: সংগৃহীত।
কলকাতায় রাজ্য সরকারি শিক্ষা প্রতিষ্ঠানে কর্মখালি। ইনস্টিটিউট অফ পোস্ট গ্র্যাজুয়েট মেডিক্যাল এডুকেশন অ্যান্ড রিসার্চ (আইপিজিএমইআর), কলকাতায় কর্মী প্রয়োজন। প্রতিষ্ঠানের তরফে প্রকাশিত নিয়োগ বিজ্ঞপ্তিতে এই বিষয়ে বিশদ তথ্য দেওয়া হয়েছে। তাতে বলা হয়েছে, সাইট কো-অর্ডিনেটর হিসাবে একটি গবেষণা প্রকল্পে কাজের জন্য এক জনকে নিয়োগ করা হবে।
সংশ্লিষ্ট পদে লাইফ সায়েন্সেস শাখার বিষয়ে স্নাতকোত্তর যোগ্যতা সম্পন্ন ব্যক্তিরা আবেদনের সুযোগ পাবেন। ন্যূনতম নিউরোসাইকোলজিক্যাল টেস্ট ব্যাটারিজ় বিষয়ে দু’বছরের গবেষণার অভিজ্ঞতা থাকা প্রয়োজন। একই সঙ্গে ন্যাশনাল এলিজিবিলিটি টেস্ট (নেট) কিংবা গ্র্যাজুয়েশন অ্যাপটিটিউড টেস্ট (গেট) উত্তীর্ণ হওয়া বাধ্যতামূলক।
নিযুক্ত ব্যক্তিকে ‘প্যান ইন্ডিয়া রেজিস্ট্রি অফ প্রোগ্রেসিভ সুপারনিউক্লিয়ার পালসি’ শীর্ষক প্রকল্পে কাজ করতে হবে। কাজের জন্য প্রতি মাসে ভাতা হিসাবে ৩৩,৭৩২ টাকা ধার্য করা হয়েছে। মোট এক বছরের চুক্তিতে কাজ চলবে।
ইমেল মারফত আবেদনের শেষ দিন ২১ জানুয়ারি। ইন্টারভিউয়ের জন্য বাছাই করা প্রার্থীদের ডাকা হবে। প্রকাশিত বিজ্ঞপ্তিতে আবেদনকারীদের বয়সের কোনও ঊর্ধ্বসীমা নেই, এমনটাই জানানো হয়েছে। এই মর্মে আরও তথ্য জানতে মূল বিজ্ঞপ্তিটি দেখে নিতে পারেন।