রাজ্যের প্রাক্তন মন্ত্রী পার্থ চট্টোপাধ্যায়। ফাইল চিত্র।
দল থেকে বিচারপ্রক্রিয়া, সোমবার সকাল থেকেই নানা বিষয়ে সরব হতে দেখা গিয়েছে রাজ্যের প্রাক্তন মন্ত্রী পার্থ চট্টোপাধ্যায়কে। এ বার তাতে নয়া সংযোজন ঘটালেন তিনি। আলিপুরে সিবিআইয়ের বিশেষ আদালতে বিচারকের উদ্দেশে তাঁর প্রশ্ন, “মন্ত্রী হওয়া কি অপরাধ?” রোজ তাঁর চরিত্রহনন করা হচ্ছে বলেও দাবি করেন তিনি।
সিবিআইয়ের আইনজীবী অবশ্য আদালতে দাবি করেন, পার্থই নিয়োগ দুর্নীতির ‘মূল চক্রান্তকারী’। এই দুর্নীতির পিছনে ‘বৃহত্তর ষড়যন্ত্র’ আছে বলেও দাবি করেন তিনি। শুনানির সময় পার্থ এজলাসে দাঁড়িয়ে প্রশ্ন করেন, ‘বৃহত্তর ষড়যন্ত্রের সংজ্ঞা কী?’’ একই সঙ্গে তিনি জানান, কোনও দিন কোনও কমিটির সঙ্গে তিনি বৈঠক করেননি। তাঁর এই পরিণতি দেখে ভবিষ্যতে কেউ জনপ্রতিনিধি হতে চাইবেন না বলেও দাবি করে বিচারকের কাছে বিচার প্রার্থনা করেন তিনি।
উভয় পক্ষের বক্তব্য শুনে বিচারক পার্থ, সুবীরেশ-সহ এই মামলায় অভিযুক্ত ৭ জনকে ২২ ডিসেম্বর পর্যন্ত বিচারবিভাগীয় হেফাজতে রাখার নির্দেশ দেন। সোমবার আদালতে ঢোকার সময় পুরনো মেজাজে দেখা গিয়েছিল পার্থকে। সে সময় তৃণমূলের হয়েও ব্যাট চালান তিনি। বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীর করা ‘ডিসেম্বর ডেডলাইন’ মন্তব্য উড়িয়ে দিয়ে স্পষ্টই বলেন, ‘‘তৃণমূলের কেউ ক্ষতি করতে পারবে না। কেউ পারবে না।’’