Sholay deleted scene

কাঁচি চলে সেন্সর বোর্ডের, ৪৯ বছর পর মিলল খোঁজ! ‘শোলে’র বাদ যাওয়া দৃশ্য ঘিরে উৎসাহ দর্শকের

নতুন করে চর্চায় ‘শোলে’। সম্প্রতি সমাজমাধ্যমে ছবির একটি বাদ যাওয়া দৃশ্যের ছবি ভাইরাল হয়েছে, যা অনুরাগীদের কৌতূহল বৃদ্ধি করেছে।

Advertisement

আনন্দবাজার অনলাইন ডেস্ক

শেষ আপডেট: ০৪ জানুয়ারি ২০২৫ ১৫:০৭
Share:

‘শোলে’ ছবির একটি দৃশ্যে গব্বর সিংয়ের চরিত্রাভিনেতা আমজাদ খান। — ফাইল চিত্র।

১৯৭৫ সালে মুক্তি পায় রমেশ সিপ্পি পরিচালিত ‘শোলে’। ছবি মুক্তির পাঁচ দশক পূর্ণ হতে চলেছে। কিন্তু এখনও অমিতাভ বচ্চন, ধর্মেন্দ্র, হেমা মালিনী অভিনীত এই ছবিকে নিয়ে দর্শকের উৎসাহে এতটুকু ভাটা পড়েনি।কিন্তু অনেকেই হয়তো জানেন না, সেই সময় সেন্সর বোর্ড ছবির একটি বিশেষ দৃশ্য বাদ দেয়। পাঁচ দশক পর সেই দৃশ্যের শুটিংয়ের ছবি সমাজমাধ্যমে ভাইরাল হয়েছে।

Advertisement

ছবির গল্প অনুযায়ী ডাকাত সর্দার গব্বর সিংহ (অভিনয়ে আমজাদ খান) রহিম চাচার ছেলে আহমেদকে হত্যা করে। এই দৃশ্যটিকে একটু বড় আকারে শুট করতে চেয়েছিলেন পরিচালক। যে ছবিটি ছড়িয়ে পড়েছে, সেখানে দেখা যাচ্ছে, মাটিতে সচিনের গলা চেপে ধরেছেন আমজাদ। কিন্তু দৃশ্যটির ক্রুরতার জন্য সেই সময়ে সেন্সর বোর্ড সেটিকে বাদ দেয়।

‘শোলে’ ছবির এই ছবিটিই সমাজমাধ্যমে ভাইরাল হয়েছে। ছবি: সংগৃহীত।

সেই দৃশ্যের ছবিটি ঘিরে নতুন করে চর্চা শুরু হয়েছে সমাজমাধ্যমে। সমাজমাধ্যমে অনেকেই জানিয়েছেন, গব্বর সিংহের হিংসা প্রদর্শিত হয়েছে এমন অনেক দৃশ্যই পরে নাকি ছবি থেকে বাদ দেওয়া হয়।

Advertisement

গত পাঁচ দশক ধরে ‘শোলে’ ভারতীয় দর্শককে আকর্ষণ করে আসছে। সেই সময়ে বক্স অফিসে ছবিটি একাধিক নজির গড়ে। এখনও এই ছবিটি বলিউড সংস্কৃতিকে বিভিন্ন ভাবে অনুপ্রাণিত করে চলেছে।

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement