সৌমিত্র সরকার। নিজস্ব চিত্র।
এসএসসি নিয়োগ ‘দুর্নীতি’র মামলায় তল্লাশি অভিযানে নেমে এসএসসির প্রাক্তন চেয়ারম্যান সৌমিত্র সরকারের বাড়িতেও গেল ইডি। সৌমিত্র প্রাক্তন শিক্ষামন্ত্রী পার্থ চট্টোপাধ্যায়ের তৈরি এসএসসি উপদেষ্টা কমিটিতে ছিলেন। তাঁর বিরুদ্ধে এসএসসির নিয়োগ প্যানেলের মেয়াদ পেরিয়ে যাওয়ার পরও বেআইনি ভাবে শূন্যপদ তৈরি করার অভিযোগও রয়েছে। তবে এ যাবৎ এসএসসি নিয়োগ দুর্নীতিতে বারবার পার্থ, পরেশ অধিকারী, শান্তিপ্রসাদ সিংহ, কল্যাণময় গঙ্গোপাধ্যায়দের নিয়ে যে ভাবে আলোচনা হয়েছে তা সৌমিত্রকে নিয়ে হয়নি। তবে এ বার সরাসরি সৌমিত্রের বাড়িতেই পৌঁছে গেলেন ইডি-র তদন্তকারীরা।
হাওড়ার আমতায় বাড়ি সৌমিত্রের। হাওড়ারই একটি কলেজের প্রফেসর ছিলেন। সেখান থেকে এসএসসির চেয়ারম্যান হন সৌমিত্র। সব মিলিয়ে পদে ছিলেন একটি বছর। তবে অদ্ভুত ভাবে এসএসসিতে শিক্ষক নিয়োগে যে অনিয়মের অভিযোগ, তা হয়েছিল ওই বছরেই। সিবিআইয়ের এফআইআরে নামও রয়েছে সৌমিত্রের।
উল্লেখ্য, এসএসসি নিয়োগ দুর্নীতিতে যে উপদেষ্টা কমিটির ভূমিকা নিয়ে প্রশ্ন উঠেছে, সেই কমিটি তৈরি করেছিলেন তৎকালীন শিক্ষামন্ত্রী পার্থ। সৌমিত্র এসএসসির চেয়ারম্যান থাকাকালীনই ওই উপদেষ্টা কমিটিতে ছিলেন। যে নিয়োগ দুর্নীতি নিয়ে মামলা, তার বীজ এই সৌমিত্রের হাতেই বপন হয়েছিল বলে অনুমান। কারণ তাঁর বিরুদ্ধেই এসএসসিতে বেআইনি ভাবে নিয়োগের শূন্য পদ তৈরির অভিযোগ রয়েছে।