Virat Kohli

কনস্টাসকে ধাক্কা দেওয়ায় জরিমানার শাস্তি কোহলির, কত টাকা দিতে হবে বিরাটকে?

অস্ট্রেলিয়ার ক্রিকেটার স্যাম কনস্টাসকে ধাক্কা দেওয়ায় শাস্তি হয়েছে বিরাট কোহলির। তাঁকে জরিমানা করা হয়েছে। তার ফলে পকেটে থেকে কত টাকা দিতে হবে ভারতীয় ক্রিকেটারকে?

Advertisement

আনন্দবাজার অনলাইন ডেস্ক

শেষ আপডেট: ২৬ ডিসেম্বর ২০২৪ ১৯:০৩
Share:

বিরাট কোহলি। —ফাইল চিত্র।

শেষ পর্যন্ত নির্বাসনের শাস্তি হয়নি বিরাট কোহলির। অস্ট্রেলিয়ার ক্রিকেটার স্যাম কনস্টাসকে ধাক্কা মারায় জরিমানা করা হয়েছে কোহলিকে। তার ফলে পকেট থেকে কত টাকা দিতে হবে ভারতীয় ক্রিকেটারকে?

Advertisement

কোহলিকে তাঁর ম্যাচ ফি-র ২০ শতাংশ জরিমানা করা হয়েছে। পাশাপাশি একটি ডিমেরিট পয়েন্ট দেওয়া হয়েছে। কোহলি বোর্ডের কেন্দ্রীয় চুক্তিতে এ+ গ্রেডে রয়েছেন। কোহলি ছাড়া এই গ্রেডে রয়েছেন রোহিত শর্মা, যশপ্রীত বুমরা ও রবীন্দ্র জাডেজা। এই গ্রেডের ক্রিকেটারেরা একটি টেস্টের জন্য ১৫ লক্ষ টাকা করে ম্যাচ ফি পান। অর্থাৎ, প্রতি দিনের জন্য ৩ লক্ষ টাকা। ১৫ লক্ষ টাকার ২০ শতাংশ অর্থাৎ, ৩ লক্ষ টাকা জরিমানা দিতে হবে কোহলিকে। এ+ গ্রেডের ক্রিকেটারেরা এক দিনের ম্যাচের জন্য ৬ লক্ষ ও টি-টোয়েন্টি ম্যাচের জন্য ৩ লক্ষ টাকা করে ম্যাচ ফি পান।

তবে এই জরিমানার টাকা কোহলিকে না-ও দিতে হতে পারে। দু’বছর আগে আইপিএলে গৌতম গম্ভীরের সঙ্গে মাঠেই বিবাদ হয়েছিল কোহলির। সেই কারণে কোহলির ১০০ শতাংশ ম্যাচ ফি কেটে নেওয়া হয়েছিল। সেই টাকা দিয়েছিল রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু। তারা জানিয়েছিল, কোহলি দলের জন্য লড়াই করেছেন। তাই জরিমানার টাকা দলই দেবে। এ ক্ষেত্রেও জরিমানার টাকা কোহলির বদলে দিতে পারে ভারতীয় ক্রিকেট বোর্ড।

Advertisement

মেলবোর্নে অস্ট্রেলিয়ার প্রথম ইনিংসে ১০ ওভারের পর ঘটনাটি ঘটেছে। মহম্মদ সিরাজ সেই ওভার শেষ করার পর দিক পরিবর্তন করার জন্য হেঁটে আসছিলেন কোহলি। উল্টো দিক থেকে আসছিলেন কনস্টাসও। দু’জনের কাঁধে ধাক্কাধাক্কি হয়। কনস্টাসের বিষয়টি পছন্দ হয়নি। তিনি কোহলিকে কিছু একটা বলেন। পাল্টা কোহলিও রক্তচক্ষু দেখিয়ে কনস্টাসকে উত্তর দেন। বিষয়টি বেশি দূর গড়ায়নি। সতীর্থ ওপেনার উসমান খোয়াজা এসে কনস্টাসকে সরিয়ে নিয়ে যান। পাশাপাশি কোহলিকেও অনুরোধ করেন ঘটনাটি সেখানে শেষ করে দেওয়ার জন্য। ঝামেলা থামাতে এগিয়ে আসেন আম্পায়ারেরাও।

বার বার সেই ঘটনার রিপ্লে দেখাতে থাকে সম্প্রচারকারীরা। সেখানে অবশ্য দেখা গিয়েছে, কনস্টাস মাথা নিচু করে ব্যাট হাতে যাচ্ছিলেন। কোহলিই যাওয়ার পথে দিক পরিবর্তন করে কনস্টাসের কাছে গিয়ে তাঁকে ধাক্কা মারেন। ধারাভাষ্যকার মাইকেল ভন বলছিলেন, কনস্টাসকে উত্তেজিত করার জন্যই এ কাজ করেছেন কোহলি। এই কাজের তীব্র নিন্দা করে তিনি বলেন, “কোহলির মতো সিনিয়র ক্রিকেটারের এমন কাজ শোভা পায় না।” খুশি হতে পারেননি সুনীল গাওস্করও। বলেন, “দু’জনকেই শাস্তি দেওয়া উচিত।” রিকি পন্টিং বলেন, “কোহলির হাঁটাটা এক বার খেয়াল করুন। সোজা হাঁটতে হাঁটতে ডান দিকে এসে জোর করে ওকে ধাক্কা মারল।”

পরে জলপানের বিরতিতে সম্প্রচারকারী চ্যানেলে সাক্ষাৎকার দেন কনস্টাস। তাঁকে প্রশ্ন করা হয়, “কোহলি আপনার প্রিয় ক্রিকেটার। হঠাৎই মাঠের মাঝে ঝগড়া লাগল। আপনাকে ও ধাক্কা দিল। কী বলেছিল তখন?” কনস্টাস উত্তর দেন, “মনে হয় আমরা দু’জনেই তখন আবেগপ্রবণ হয়ে পড়েছিলাম। আমি ঠিক বুঝতে পারিনি ঘটনাটা। নিজের গ্লাভস ঠিক করছিলাম। তার পরেই কাঁধে ধাক্কা খেলাম। তবে এ রকম হতেই পারে। এটাই ক্রিকেট। মাঠের লড়াই মাঠেই থাকুক।”

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement