Ananya Panday

‘আমার একটা শক্ত কাঁধ চাই’, কেমন প্রেমিক পছন্দ? মনের কথা উজাড় করলেন অনন্যা

অনন্যা একাধিক সাক্ষাৎকারে বলেছেন, মানুষ হিসাবে তিনি খুব আবেগপ্রবণ। কথায় কথায় চোখেও জল আসে তাঁর।

Advertisement

আনন্দবাজার অনলাইন ডেস্ক

শেষ আপডেট: ২৬ ডিসেম্বর ২০২৪ ১৯:০০
Share:

অনন্যার কেমন প্রেমিক চাই? ছবি: সংগৃহীত।

চলতি বছরে ওঠাপড়া যেন লেগেই থেকেছে অনন্যা পাণ্ডের জীবনে। টানা দু’বছর সম্পর্কে থাকার পরে আদিত্য রয় কপূরের সঙ্গে প্রেমে ভাঙন ধরে। প্রেম ভাঙার পরে মনও ভেঙেছিল অনন্যার। আবার এই বছরই নতুন প্রেম খুঁজে পেয়েছেন তিনি। যদিও নতুন প্রেমিক ওয়াকার ব্ল্যাঙ্কোকে নিয়ে এখনও মুখ খোলেননি অনন্যা। তবে কেমন প্রেমিক চান, তা এক সাক্ষাৎকারে বলেছেন অভিনেত্রী।

Advertisement

অনন্যা একাধিক সাক্ষাৎকারে বলেছেন, মানুষ হিসাবে তিনি খুব আবেগপ্রবণ। কথায় কথায় চোখেও জল আসে তাঁর। তাই এমন প্রেমিক চান, যাঁর কাঁধে মাথা রাখা যায়। সমস্যার কথা বললেই তাঁকে সমাধান খুঁজে দিতে হবে না। বরং সমস্যার কথা মন দিয়ে শুনলেই হবে, শর্ত অনন্যার। অভিনেত্রীর কথায়, “আমার সমস্যা সমাধানের প্রয়োজন নেই। আমি চাই, সঙ্গী আমার কথাগুলো মন দিয়ে শুনুক। অনেকে মনে করেন, সমস্যার কথা বলা মানেই সমাধানসূত্র খুঁজে দিতে হবে। কিন্তু আসলে সমস্যার কথা বলে হালকা হতে চাই মাত্র। একটা শক্ত কাঁধে মাথা রাখতে চাই আমি।”

অনন্যা মনে করেন, রেগে গেলেই মানুষের আসল রূপ বোঝা যায়। স্বাভাবিক বা শান্ত পরিস্থিতিতে সকলকেই ভদ্র মনে হয়। অভিনেত্রী বলেছেন, “আমি এক জায়গায় পড়েছিলাম, ঝগড়া হলে বা মন কষাকষি হলে কে কেমন আচরণ করে সেটা দেখা উচিত। এটা সত্যিই গুরুত্বপূর্ণ। ভাল মুহূর্তে তো সবই ভাল লাগে। কিন্তু মতান্তর হলে বোঝা যায়, সঙ্গী আপনাকে সম্মান করছে কি না।” উল্লেখ্য, অনন্যাকে শেষ দেখা গিয়েছে ‘কল মি বে’ ওয়েব সিরিজ় ও ‘কন্ট্রোল’ ছবিতে।

Advertisement

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement