ডিএর দাবি আন্দোলনে সরকারি কর্মীরা। ছবি: সংগৃহীত।
অনশন চলাকালীনই শারীরিক অস্বাচ্ছন্দ্য অনুভব করেছিলেন তিনি। পরে জানা গেল, বকেয়া ডিএর দাবিতে আন্দোলনকারী সরকারি কর্মীদের সংগ্রামী যৌথ মঞ্চের অন্যতম আহ্বায়ক ভাস্কর ঘোষ গুরুতর অসুস্থ। তাঁর পালস রেট ৪৯। মঙ্গলবার তাঁকে ঢাকুরিয়ার একটি বেসরকারি হাসপাতালে ভর্তি করানো হয়েছে।
হাসপাতাল সূত্রের খবর, ‘ইন্টারন্যাল মেডিসিন’ বিভাগের এক চিকিৎসকের তত্ত্বাবধানে এইচডিইউ-তে ভর্তি করানো হয়েছে কর্মচারী সংগঠনের ওই নেতাকে। তাঁর হৃদ্স্পন্দনের গতি কম। মাথা ঘোরা এবং বুক ধড়ফড়ানির সমস্যা রয়েছে।
আপাতত হল্টার মনিটরিংয়ে রাখা হয়েছে ভাস্করকে। বৃহস্পতিবার আরও কিছু গুরুত্বপূর্ণ পরীক্ষা করানো হতে পারে। প্রসঙ্গত, বকেয়া ডিএর দাবিতে গত ১৩ দিন ধরে সরকারি কর্মচারীদের একাংশ অনশন আন্দোলন চালিয়ে যাচ্ছেন। সেই দলেই ছিলেন ভাস্কর।