wildlife

Cyclone Yaas: ইয়াস-এর দাপটে ভাসছে সুন্দরবন, লোকালয়ে আশ্রয়ের খোঁজে হরিণ, উদ্ধার বন দফতরের

বন দফতর সূত্রে খবর, বুধবার সকালে ওই হরিণটিকে পাখিরালয়ের মাতলা নদী থেকে উদ্ধার করে থানায় নিয়ে যায় পুলিশ।

Advertisement

নিজস্ব সংবাদদাতা

শেষ আপডেট: ২৬ মে ২০২১ ১৬:২৪
Share:

হরিণটিকে নিরাপদে জঙ্গলে ছেড়ে দেওয়া হবে বলে জানিয়েছে বন দফতর। —নিজস্ব চিত্র।

ইয়াস-এর তাণ্ডব থেকে বাঁচতে নিরাপদ আশ্রয়ে ঠাঁই নিয়েছেন সুন্দরবনের বহু বাসিন্দা। এ বার সুন্দরবনের জঙ্গল থেকে আশ্রয় নিতে লোকালয়ে চলে এল একটি হরিণ।

Advertisement

বন দফতর সূত্রে খবর, বুধবার সকালে ওই হরিণটিকে পাখিরালয়ের মাতলা নদী থেকে উদ্ধার করে থানায় নিয়ে যায় পুলিশ। খবর পেয়ে হরিণটিকে থানা থেকে নিয়ে আসেন বন দফতরের আধিকারিকেরা। আপতত তার চিকিৎসা চলছে বলে জানিয়েছেন দফতরের এক আধিকারিক। মাতলার জলস্তর নামলে হরিণটিকে নিরাপদে জঙ্গলে ছেড়ে দেওয়া হবে বলে জানিয়েছে বন দফতর।

প্রসঙ্গত, রাজ্যের উপকূলবর্তী এলাকার বাসিন্দাদের মতোই ইয়াস-এর দাপটে বিপন্ন সুন্দরবনের বহু প্রাণী। বুধবার সকাল সওয়া ৯টা নাগাদ ইয়াস স্থলভাগে আছড়ে পড়ার পর গোসাবার বসতি এলাকার পাশাপাশি জল ঢুকেছে সুন্দরবনের জঙ্গলেও। সেখানে কোথাও বাঁধ ভেঙেছে, কোথাও বা বাঁধ উপচে মাতলার জল ঢুকেছে। প্রাণে বাঁচতে জঙ্গল থেকে লোকালয়ে আশ্রয় নিতে শুরু করেছে বহু প্রাণী। তবে পরিস্থিতির উপর নজর রাখা হচ্ছে বলে জানিয়েছে বন দফতর।

Advertisement

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement