Kamal Haasan married life

বিয়ের আগেই কমলের সন্তানের জন্ম, নেপথ্য কারণ জানিয়েছিলেন সারিকা

২০০৪ সালে সারিকার সঙ্গে বিবাহবিচ্ছেদের পথে হাঁটেন কমল হাসন। কিন্তু দু’জনের সম্পর্ক সব সময়েই চর্চায় থেকেছে।

Advertisement

আনন্দবাজার অনলাইন ডেস্ক

শেষ আপডেট: ২২ জানুয়ারি ২০২৫ ১৫:৫৮
Share:
Kamal Haasan’s ex wife Sarika decided to give birth to their child despite being called the other woman

কমল হাসন এবং সারিকা। ছবি: সংগৃহীত।

দক্ষিণী সুপারস্টার কমল হাসনের সঙ্গে তাঁর প্রাক্তন স্ত্রী সারিকার সম্পর্ক সব সময়েই চর্চায় থেকেছে। অনুরাগীরা জানেন, কমলকে বিয়ে করার আগেই তাঁর সন্তানের মা হয়েছিলেন সারিকা। সেই সময়ে তা নিয়ে শোরগোল পড়ে যায় চলচ্চিত্র জগতে। পরবর্তী সময়ে নিজের সিদ্ধান্ত প্রসঙ্গে মুখ খুলেছিলেন সারিকা।

Advertisement

সেই সময় সারিকার মা হওয়ার খবর ছড়িয়ে পড়তেই শুরু হয় তাঁকে কোণঠাসা করা। অভিনেত্রী জানান, ‘খলনায়িকা’, ‘অন্য মহিলা’র মতো একাধিক তকমা তাঁর নামের সঙ্গে জুড়ে গিয়েছিল। কারণ কমল তখন বাণী গণপতির সঙ্গে বৈবাহিক সম্পর্কে আবদ্ধ ছিলেন। সারিকা জানান, সেই সময়ে অনেক বার কমলের সঙ্গে বিচ্ছেদের চেষ্টা করেন তিনি। কিন্তু ভালবাসার জোরে সম্পর্ক থেকে যায়।

কমলের সন্তান তাঁর গর্ভে জানার পরও মনোবল হারাননি সারিকা। অবিবাহিত অবস্থায়ই সিদ্ধান্ত নেন, কমলের সন্তানের মা হবেন। সন্তানের স্বার্থেই বিদেশে থাকার সিদ্ধান্ত নিয়েছিলেন তিনি। কারণ কমল নাকি তখন সারিকার প্রতি অনুগত ছিলেন না। সারিকার কথায়, ‘‘কিন্তু আমি যে ওর সন্তানের মা, সেটা ওকে জানাতে চেয়েছিলাম। মনে হয়েছিল, কমলের সেটা জানা উচিত। আমি ওকে বিয়ে করতেও বলিনি।’’

Advertisement

এর পর অবশ্য কমল তাঁর জীবনের বড় সিদ্ধান্তটি নেন। ১৯৮৬ সালে কমল ও সারিকার প্রথম সন্তান শ্রুতি হাসনের জন্ম। তার পর কমল বুঝতে পারেন সারিকাকে ছেড়ে তিনি থাকতে পারবেন না। ফলে প্রথম স্ত্রীর সঙ্গে বিবাহবিচ্ছদের আইনি প্রক্রিয়া সেরে ফেলেন। ১৯৮৮ সালে সারিকাকে বিয়ে করেন কমল। ২০০৪ সালে অবশ্য সারিকার সঙ্গেও বিচ্ছেদ হয় তাঁর।

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement