রাজ্যের করোনা চিত্র
দৈনিক সংক্রমণ কমে এলেও রাজ্যে অনেকটাই বাড়ল দৈনিক সংক্রমণের হার। স্বাস্থ্য দফতরের বুলেটিন অনুসারে, শেষ ২৪ ঘণ্টায় রাজ্যে পরীক্ষা হয়েছে ২৬ হাজার ১২৪ জনের। এর মধ্যে সংক্রমণ ধরা পড়েছে ৫০২ জনের শরীরে। সব মিলিয়ে দৈনিক সংক্রমণের হার দাঁড়িয়েছে ২.৫৮ শতাংশে। আগের ২৪ ঘণ্টায় সেই হার ছিল ১.৬৩ শতাংশ। তবে সাড়ে চার মাস পর রাজ্যে সক্রিয় রোগীর সংখ্যা নেমে এসেছে ১০ হাজারের নীচে। শেষ এপ্রিলের ৩ তারিখে সক্রিয় আক্রান্তের সংখ্যা ছিল আট হাজার ৮৪৪ জন। অগস্টের ১৬ তারিখ রাজ্যে সক্রিয় আক্রান্তের সংখ্যা এসে দাঁড়াল ৯৮৩২-এ।
সোমবারের পর রাজ্যে মোট করোনা আক্রান্তের সংখ্যা গিয়ে দাঁড়াল ১৫ লক্ষ ৩৯ হাজার ৬৫-তে। তার মধ্যে সেরে উঠেছেন ১৫ লক্ষ ১০ হাজার ৯২১ জন। শেষ ২৪ ঘণ্টায় সুস্থ হয়েছেন ৬৯১ জন। গত দিনের তুলনায় কমেছে মৃত্যুও। রবিবার প্রকাশিত বুলেটিনে দেখা গিয়েছিল,রাজ্যে করোনায় মৃত্যু হয়েছে ১২ জনের, সোমবার সেই সংখ্যা কমে হল ৯।
জেলায় এখনও সংক্রমণের শীর্ষে রয়েছে উত্তর ২৪ পরগনা। শেষ ২৪ ঘণ্টায় সেখানে ৭৪ জন আক্রান্তের সন্ধান পাওয়া গিয়েছে। তালিকায় তারপরেই রয়েছে কলকাতা। শহরে শেষ ২৪ ঘণ্টায় ৬২ জন করোনা আক্রান্তের সন্ধান মিলেছে। উত্তরবঙ্গের জেলাগুলির মধ্যে দার্জিলিঙে ৪৭,কোচবিহারে ৩০ ও জলপাইগুড়িতে ১২ জন আক্রান্তের সন্ধান পাওয়া গিয়েছে।
শেষ ২৪ ঘণ্টায় কমেছে টিকাকরণের হারও। এই সময়ে টিকা পেয়েছেন ৬৮ হাজার ৬৭৭ জন। এখনও পর্যন্ত রাজ্যে মোটি টিকা পেয়েছেন তিন কোটি ৪২ লক্ষ ৭৫ হাজার ১৯১ জন।